Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : জাপানে দুই দিনের সফরে গিয়ে ভারত-জাপান সম্পর্ককে আরও গভীর ও কৌশলগত উচ্চতায় নিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi Visit Japan )। টোকিওতে আয়োজিত ইন্ডিয়া-জাপান জয়েন্ট ইকোনমিক ফোরাম–এ ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, “মেট্রো থেকে ম্যানুফ্যাকচারিং, সেমিকন্ডাক্টর থেকে স্টার্টআপ—ভারত-জাপান অংশীদারিত্ব আজ পারস্পরিক আস্থার প্রতীক।”
১৫তম বার্ষিক শীর্ষ বৈঠক ও নিরাপত্তা সহযোগিতা (PM Modi Visit Japan )
মোদী (Narendra Modi) ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত ১৫তম বার্ষিক সম্মেলন(PM Modi Visit Japan)। আলোচনায় গুরুত্ব পেল ২০০৮ সালের নিরাপত্তা সহযোগিতা চুক্তি আপগ্রেড করার পরিকল্পনা। এর আওতায় থাকবে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়, গুরুত্বপূর্ণ খনিজ ও কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক সাপ্লাই চেইন গড়ে তোলা এবং প্রায় ৬৮ বিলিয়ন ডলার বিনিয়োগের নতুন লক্ষ্য।
এছাড়া দুই দেশ যৌথভাবে প্রকাশ করেছে “২০৩৫ ভিশন স্টেটমেন্ট”, যা ২০২৫ সালের ঘোষণাকে উন্নত করে ভবিষ্যতের সম্পর্কের রূপরেখা দিয়েছে।
ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগের আকর্ষণ (PM Modi Visit Japan)
ইকোনমিক ফোরামে মোদী ভারতের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার দিকটি তুলে ধরে বলেন, ভারত এখন বিশ্বের দ্রুততম বিকাশমান বড় অর্থনীতি(PM Modi Visit Japan )। নীতি নির্ধারণে স্বচ্ছতা ও পূর্বানুমানযোগ্যতার কারণে জাপানি বিনিয়োগকারীদের কাছে ভারত এখন সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র।
তিনি জানান, জাপানি কোম্পানিগুলি গত ১১ বছরে ভারতে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যার মধ্যে ১৩ বিলিয়ন এসেছে গত দুই বছরে।

প্রযুক্তি ও প্রতিভার সমন্বয়(PM Modi Visit Japan )
মোদীর মতে, “জাপানের প্রযুক্তি আর ভারতের প্রতিভা মিলে এই শতকের প্রযুক্তি বিপ্লবকে নেতৃত্ব দিতে পারে।” তিনি আরও জানান, ভারতের ক্লিন এনার্জি লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন। এর পাশাপাশি দুই দেশ যৌথ ক্রেডিট মেকানিজমে একমত হয়েছে, যা ভবিষ্যতের সবুজ উন্নয়নে কাজে লাগানো হবে।
পার্লামেন্ট ও প্রাক্তন প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক(PM Modi Visit Japan )
শুক্রবার মোদী জাপানের সংসদ-স্পিকার ফুকুশিরো নুকাগা ও কয়েকজন সাংসদের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনায় উঠে আসে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনীতি, স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিনিময়।
এছাড়া মোদী তাঁর প্রাক্তন জাপানি সমকক্ষ ইয়োশিহিদে সুগা ও ফুমিও কিশিদার সঙ্গেও বৈঠক করেন। আলোচনায় গুরুত্ব পেয়েছে সেমিকন্ডাক্টর, বাণিজ্য, মানবসম্পদ বিনিময় ও উদীয়মান প্রযুক্তি খাত।

আরও পড়ুন : Sanctions Over Iran : পরমাণু চুক্তি লঙ্ঘনে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির
প্রতীকী উপহার দারুমা পুতুল(PM Modi Visit Japan )
সফরে মোদীকে উপহার দেওয়া হয় জাপানের ঐতিহ্যবাহী দারুমা পুতুল, যা সৌভাগ্য ও দৃঢ় সংকল্পের প্রতীক। জেন বৌদ্ধধর্মের প্রবক্তা বোধিধর্মের আদলে তৈরি এই পুতুল জাপানি সংস্কৃতিতে এক বিশেষ প্রতীক হিসেবে স্বীকৃত।
“এশিয়ার স্থিতি ও সমৃদ্ধির চাবিকাঠি ভারত-জাপান”(PM Modi Visit Japan )
সম্মেলনে মোদী জোর দিয়ে বলেন, ভারত ও জাপান মিলে এশিয়াকে স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে নেতৃত্ব দেবে। তাঁর কথায়, “জাপানের উৎকর্ষতা আর ভারতের বিশালতা একসঙ্গে এশিয়ার ভবিষ্যৎ রচনা করতে পারে।”
এই সফরে দুই দেশের সম্পর্ক শুধু অর্থনীতি নয়, কৌশলগত সহযোগিতা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও এক নতুন অধ্যায়ের সূচনা করল।