Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে জাতিগত অশান্তিতে জর্জরিত মণিপুরে শুক্রবার পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Visit Manipur)। চুরাচাঁদপুরের ‘পিস গ্রাউন্ড’-এ আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের সঙ্গে কথা বলেন তিনি। প্রবল বৃষ্টির কারণে ইম্ফল বিমানবন্দর থেকে ৬৫ কিলোমিটার দীর্ঘ সড়কপথে যাত্রা করে পৌঁছতে হয় তাঁকে। সফরে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল অজয় কুমার ভল্লা।
চুরাচাঁদপুর মূলত কুকি-জো অধ্যুষিত এলাকা। এখান থেকেই ২০২৩ সালের ৩ মে প্রথম অশান্তি শুরু হয়, যখন মেইতেই সম্প্রদায়ের জন্য ‘তফসিলি উপজাতি’ মর্যাদার দাবির বিরুদ্ধে একটি ট্রাইবাল সংগঠনের মিছিলে সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষে এখন পর্যন্ত ২৬০ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন শতাধিক এবং উদ্বাস্তু হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ।
৭৩০০ কোটির প্রকল্পের শিলান্যাস(PM Modi Visit Manipur)
উদ্বাস্তু শিবিরে প্রবীণ ও শিশুদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রী (Narendra Modi) ১৪টি বড় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন(PM Modi Visit Manipur)। মোট ৭৩০০ কোটি টাকার এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে নিষ্কাশন ব্যবস্থা, মহিলা হোস্টেল, স্কুল এবং অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ। সরকার মনে করছে, এই প্রকল্পগুলি শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং অশান্ত রাজ্যে পুনর্গঠন ও আস্থার প্রতীক হয়ে উঠবে।
ইম্ফলে দ্বিতীয় পর্বের কর্মসূচি(PM Modi Visit Manipur)
চুরাচাঁদপুর সফর শেষে প্রধানমন্ত্রীর পরবর্তী গন্তব্য ইম্ফল(PM Modi Visit Manipur)। মেইতেই অধ্যুষিত এই উপত্যকায় তিনি সংঘর্ষে উদ্বাস্তু হয়ে পড়া পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। পাশাপাশি, ১২০০ কোটি টাকার একাধিক অবকাঠামো প্রকল্প উদ্বোধন করবেন ঐতিহাসিক কাংলা দুর্গ প্রাঙ্গণে। কাংলা একসময় মণিপুর রাজ্যের রাজধানী ছিল, যা মেইতেই সংস্কৃতির প্রতীক।
রাজ্যের মুখ্যসচিব পুনীত গোয়েল বলেন, “মণিপুর শুধু সীমান্ত রাজ্য নয়, এটি ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির কেন্দ্রবিন্দু এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। প্রধানমন্ত্রী মোদীর সফর শান্তি, স্বাভাবিকতা এবং নতুন উন্নয়নের পথ খুলে দেবে(PM Modi Visit Manipur)।”

আরও পড়ুন : Vaishno Devi Yatra : বৈষ্ণোদেবী যাত্রা ফের শুরু, আবহাওয়ার উন্নতিতে স্বস্তি পুণ্যার্থীদের
অশান্তি ও রাজনৈতিক প্রেক্ষাপট(PM Modi Visit Manipur)
গত দুই বছরে বারবার অশান্তি মাথাচাড়া দিয়ে ওঠায় প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করতে বাধ্য হন(PM Modi Visit Manipur)। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। কুকি-জ়ো গোষ্ঠীর দাবি, সংখ্যাগরিষ্ঠ পাহাড়ি জেলাগুলিকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠন করা হোক। অপরদিকে মেইতেইরা সংখ্যাগরিষ্ঠ ইম্ফল উপত্যকায় শক্ত অবস্থানে রয়েছে।
আরও পড়ুন : Ind vs Pak Asia Cup : পাহেলগাঁওয়ের পর প্রথম বার ২২ গজে মুখোমুখি ভারত-পাক!
কংগ্রেসের কড়া সমালোচনা
তবে প্রধানমন্ত্রী মোদীর এই সফরকে কংগ্রেস ‘নাটক’ বলে কটাক্ষ করেছে(PM Modi Visit Manipur)। রাহুল গান্ধী অভিযোগ করেছেন, “মণিপুর এত দিন ধরে জ্বলছে। এখন সফর কোনও বড় বিষয় নয়।” কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “প্রধানমন্ত্রী মাত্র তিন ঘণ্টা সময় দেবেন। এতদিন অপেক্ষার পর এটাই যদি হয় সান্ত্বনা, তবে এটি রাজ্যের মানুষের প্রতি অপমান।”
প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা বহন করছে। একদিকে তিনি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আস্থা ফেরাতে চাইছেন, অন্যদিকে বিরোধীরা অভিযোগ তুলছে—এতদিন পর এই সফর কার্যত প্রহসন। এখন দেখার বিষয়, মোদীর এই সফর কি সত্যিই শান্তি ও স্থিতিশীলতা আনতে সক্ষম হয়, নাকি তা রাজনৈতিক কৌশল হিসেবেই সীমাবদ্ধ থাকবে।