Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : দীর্ঘ দুই বছরের সহিংসতা ও অস্থিরতার পর অবশেষে মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Visit Manipur)। ২০২৩ সালে মণিপুরে জাতিগত সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ২০০-রও বেশি মানুষ। সেই ঘটনার পর থেকে বিরোধীরা প্রধানমন্ত্রীকে রাজ্যে না যাওয়ার জন্য বারবার সমালোচনা করেছে। আগামীকাল, ১৩ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি শুরু হবে চুরাচাঁদপুর থেকে।
চুরাচাঁদপুরে মোদি প্রায় দুপুর ১২টা ১৫ মিনিটে পৌঁছবেন আইজল থেকে। সেখানেই তিনি সাম্প্রতিক অস্থিরতায় বাস্তুচ্যুত মানুষদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে প্রায় ৭৩০০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে ‘পিস গ্রাউন্ড’-এ জনসভায় ভাষণ দেবেন তিনি।
ইম্ফলে উদ্বোধন ও সাংস্কৃতিক বার্তা (PM Modi Visit Manipur)
চুরাচাঁদপুরে কর্মসূচি শেষ করে বিকেল ২টা ৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী (Narendra Modi) পৌঁছবেন ইম্ফলের কাংলায়, যা মণিপুরের ঐতিহ্যবাহী রাজকীয় স্থান এবং মেইতেই সম্প্রদায়ের সাংস্কৃতিক কেন্দ্র(PM Modi Visit Manipur)। সেখানে তিনি উপত্যকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রায় ১২০০ কোটি টাকার সমাপ্ত প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি নতুন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সরকারের আশা: শান্তি ও পুনর্মিলন(PM Modi Visit Manipur)
মণিপুরের মুখ্যসচিব পুনীত কুমার গোয়েল জানান, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী এই সফরে বাস্তুচ্যুত মানুষদের সঙ্গে সাক্ষাৎ করবেন, উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন(PM Modi Visit Manipur)। এই সফর শুধু প্রকল্পের উদ্বোধন নয়, বরং শান্তি ও পুনর্মিলনেরও বার্তা বহন করবে।’’ তিনি আরও বলেন, ‘‘শান্তি মানে কেবল সহিংসতার অনুপস্থিতি নয়, বরং আস্থা ও পুনর্মিলনের উপস্থিতি। এই সফর মণিপুরকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে সহায়ক হবে এবং রাজ্যের উন্নয়নকে গতি দেবে।’’

আরও পড়ুন : Nepal Gen Z Protest : নেপালের অশান্তিতে আটকে থাকা তীর্থযাত্রীদের মানস সরোবর যাত্রা পুনরায় শুরু
‘অ্যাক্ট ইস্ট’ নীতির কেন্দ্রে মণিপুর(PM Modi Visit Manipur)
গোয়েল উল্লেখ করেন, ‘‘মণিপুর কেবল সীমান্ত রাজ্য নয়, ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির কেন্দ্রীয় স্তম্ভ(PM Modi Visit Manipur)। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার এবং ভারতের বৈচিত্র্যের গর্বিত রক্ষক। তাই প্রধানমন্ত্রী মোদীর এই সফর কেবল রাজনৈতিক প্রতীকী নয়, বরং কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
আরও পড়ুন : Bomb Threats : দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক!তিনটি বিস্ফোরণের হুমকি
রাজনৈতিক তাৎপর্য
বিরোধীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিল যে, প্রধানমন্ত্রী মণিপুরের সংকট সরাসরি দেখতে যাননি। এই সফর সেই সমালোচনারও জবাব দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি, উন্নয়ন প্রকল্পের ঘোষণা এবং বাস্তুচ্যুত মানুষদের সরাসরি আশ্বাস রাজ্যের সাধারণ মানুষের আস্থাকে ফের জাগ্রত করতে পারে।