ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘পরমাণু অস্ত্র দেখিয়ে ব্ল্যাকমেল করা চলবে না, পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছি।’ সংসদে দাঁড়িয়ে এমনই দিলেন হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi warns Pakistan)। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। তারপর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি ধ্বংসের জন্য ‘অপারেশন সিঁদুর’ অভিযান করেছিল ভারতীয় সেনা। সেই অভিযান নিয়ে মঙ্গলবার সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ‘এমন হামলা করেছি যে কেউ কখনও ভাবতেও পারেনি।’
ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা (PM Modi warns Pakistan)
মঙ্গলবার ভারতীয় সেনাকে প্রশংসায় ভরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi warns Pakistan)। তিনি বলেন, ‘১০০ শতাংশ সফল হয়েছে সেনা। যে ভাবে পরিকল্পনা করা হয়েছিল, সেভাবেই হামলা করা হয়েছে। এমন এমন জায়গায় হামলা হয়েছে যেখানে আগে কেউ ঢোকার কল্পনা পর্যন্ত করেনি।’ প্রধানমন্ত্রী মোদীর আরও সংযোজন, ‘জঙ্গি আক্রমণ আগেও হয়েছে দেশে। সে সময় জঙ্গিরা হামলা চালিয়ে নিশ্চিন্ত থাকত। কারণ জানত, পাল্টা আক্রমণ হবে না। বরং তারা পরবর্তী হামলার প্রস্তুতি নিত। আর এখন, জঙ্গিরা ঠিক মতো ঘুমোতে পারে না। কারণ জানে, ভারত আসবে, পাল্টা মেরে চলে যাবে।’ মোদী বলেন, ‘নিজের ক্ষমতায় বিশ্বাস রয়েছে। সেনার ক্ষমতায় ভরসা রয়েছে। সেনাকে স্বাধীনতা দিই। বৈঠকে বলা হয়, কোথায়, কখন পদক্ষেপ করা হবে। সংবাদমাধ্যমে কিছু প্রকাশিত হয়। আমরা গর্বিত যে, এমন সাজা দেওয়া হয়েছে, যে ওদের ঘুম উড়েছে।’

পরমাণু অস্ত্র নিয়ে ব্ল্যাকমেল! (PM Modi warns Pakistan)
পাকিস্তানের তরফে পরমাণু হামলার হুঁশিয়ারি এসেছিল বলেও এদিন জানান প্রধানমন্ত্রী(PM Modi warns Pakistan)। তাঁর কথায়, ‘পরমাণু হুমকি এসেছিল। ৬ মে রাত এবং ৭ মে সকালে ভারত যা স্থির করেছিল, তা করে। পাকিস্তান কিছু করতে পারেনি। পাকিস্তানের কোণে কোণে জঙ্গিদের আড্ডা ধ্বংস করা হয়েছে।’ এই প্রসঙ্গে পাক সেনাকে কার্যত খোঁচা দিয়ে তিনি এও বলেন, পাকিস্তানের বায়ুসেনাঘাঁটিতে বড় ক্ষতি হয়েছে। এখনও কয়েকটি এয়ারবেস আইসিইউতে রয়েছে! পাশাপাশি এটাও মনে করিয়ে দেন, অপারেশন সিঁদুর এখনও চলছে। পাকিস্তান যদি আবার এমন কিছু হামলার ছক কষে, তাহলে কড়া জবাব পাবে।প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমরা প্রমাণ করেছি যে, পরমাণু অস্ত্র নিয়ে ব্ল্যাকমেল করা চলবে না। তার সামনে ভারত মাথানত করবে না।’
আরও পড়ুন-New UPI Rules: আগস্ট থেকেই ইউপিআই পেমেন্টের নতুন নিয়ম! না জানলে সমস্যায় পড়তে পারেন
আত্মনির্ভর ভারত (PM Modi warns Pakistan)
প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আত্মনির্ভর ভারতকে দুনিয়া চিনেছে(PM Modi warns Pakistan)। ভআরতে তৈরি ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ঘুম উড়িয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই অভিযানে নৌসেনা, সেনা, বায়ুসেনা যৌথ পদক্ষেপ করেছে। পাকিস্তানকে ধুলোয় মিশিয়েছে। আগে জঙ্গিরা পরের প্রস্তুতি শুরু করে দিত। এখন পরিস্থিতি বদলে গেছে। এখন হামলার পরে মাস্টারমাইন্ডের ঘুম আসে না। ওরা জানে, ভারত এসে মেরে যাবে। এটাই নব ভারত।’ এই পরিপ্রেক্ষিতেই তাঁর সাফ কথা, ভারত কী করবে তার লক্ষ্য ঠিক ছিল। সেটাই হয়েছে।মোদী বলেন, ‘সিঁদুর অভিযান বুঝিয়ে দিয়েছে, পাকিস্তানকে বড় মূল্য চোকাতে হবে। ভারত ভারতে হামলা হলে নিজের মতো করে, নিজের শর্তে, নিজের সময়ে জবাব দিয়ে ছাড়ব। কোনও পরমাণু অস্ত্র দেখিয়ে ব্ল্যাকমেল চলবে না। আমরা জঙ্গিদের সরকার এবং জঙ্গিদের আলাদা দেখব না।’
কংগ্রেসকে নিশানা (PM Modi warns Pakistan)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘বিদেশনীতি নিয়েও অনেক কথা হয়েছে(PM Modi warns Pakistan)। দুনিয়ার সমর্থন নিয়েও কথা হল। একটা কথা স্পষ্ট বলছি, দুনিয়ার কোনও দেশ ভারতকে নিজের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ করতে বাধা দেয়নি। ১৯৩টি দেশের মধ্যে মাত্র তিনটি দেশ পাকিস্তানের সমর্থনে বয়ান দেয়। সব দেশ ভারতকে সমর্থন দিয়েছে। দুনিয়ার সমর্থন মিলেছে, কিন্তু দুর্ভাগ্য, বীরদের কংগ্রেসের সমর্থন মেলেনি। ২২ এপ্রিলের তিন চারদিন পর লাফাচ্ছিল। বলছিল, কোথায় গেল ৫৬ ইঞ্চির ছাতি। মোদী ফেল করে। খুব মজা পাচ্ছিল। রাজনীতি করছিল ওরা। স্বার্থের রাজনীতি করে আমাকে নিশানা করে। কিন্তু ওদের কথা, দেশের সেনার মনোবল কমিয়ে দিচ্ছিল। ভারতের সামর্থ, সেনায় ভরসা নেই কংগ্রেসের। তাই সিঁদুর অভিযান নিয়ে প্রশ্ন তুলেছে।’

তৃতীয় দেশের হস্তক্ষেপ নয় (PM Modi warns Pakistan)
সংসদে প্রধানমন্ত্রী দাবি করেছেন, ‘তৃতীয় কোনও দেশ ভারতে যুদ্ধ থামাতে বলেনি(PM Modi warns Pakistan)। ৯ মে রাতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ঘণ্টা ধরে চেষ্টা করেন। আমার সেনার সঙ্গে বৈঠক চলছিল। ফোন তুলতে পারিনি। পরে আমি ফোন করি। বলি, ৩-৪ বার ফোন করেন। তখন ভাইস প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান বড় হামলা করতে চলেছে। আমার জবাব ছিল, যদি ওদের এই ইচ্ছা থাকে, তা হলে ভুগতে হবে। পাকিস্তান হামলা করলে, আরও বড় হামলা করে জবাব দেব। এই জবাব দিয়েছিলাম। আমরা গুলির জবাব গুলি দিয়ে দেব।’
আরও পড়ুন-Rajasthan MP: ‘পাকিস্তান এখন ভারতের স্ত্রী!’ আরএলপি সাংসদের মন্তব্যে হাসির রোল লোকসভায়
পাকিস্তানের ফোন (PM Modi warns Pakistan)
প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমরা দুনিয়াকে বলেছি আমাদের লক্ষ জঙ্গিরা(PM Modi warns Pakistan)। আমরা এমন জবাব দিয়েছিল, যা বছরের পর বছর মনে থাকবে। ৯ মে মধ্যরাত থেকে আমাদের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কোণে কোণে প্রহার করেছে। ওরা ভাবেনি। ওরা মাথানত করতে বাধ্য হয়েছে। টিভিতে দেখেছেন! পাকিস্তানে কেউ বলছে, আমরা সুইমিং পুলে ছিলাম, ভারত হামলা চালিয়ে দিয়েছে। ডিজিএমওকে ফোন করে পাকিস্তান বলে, ব্যাস থামাও, অনেক মেরেছো। আর সহ্য করতে পারছি না। পাক ডিজিএমওর ফোন ছিল। এটা ভারতের নীতি ছিল, যা সেনার সঙ্গে মিলে তৈরি হয়।’
