ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আড়াই বছরে ৩৮টি দেশ সফরে প্রধানমন্ত্রী মোদী(PM Modi)। কত টাকা হল খরচ? এই প্রশ্নেরই উত্তর দিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। সদ্যই মরিশাস থেকে ফিরেছেন মোদী। লোকসভা ভোট মেটার পর থেকেই বিশ্ব ভুবন সফরে বেরিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে সেরেছেন কূটনৈতিক বৈঠকও। কিন্তু জানেন কি, দেশের প্রধানমন্ত্রীর এই বিদেশসফরে কত টাকা খরচ হয়েছে সরকারের?
মোদীর বিদেশসফরে খরচের খতিয়ান বিদেশমন্ত্রকের(PM Modi)
কেন্দ্রীয় বিদেশমন্ত্রক বৃহস্পতিবার রাজ্যসভায় তুলে ধরেছে মোদীর(PM Modi) আড়াই বছরের সফরের আর্থিক খতিয়ান। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মারঘেরিটার(Pabitra Margherita) পেশ করা তথ্য অনুযায়ী, গত আড়াই বছরে অর্থাৎ ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর ৩৮টি বিদেশসফর মিলিয়ে মোট খরচ হয়েছে ২৫৮ কোটি টাকা।
বিরোধীদের প্রশ্নের জবাবদিহিতে খরচের খতিয়ান(PM Modi)
জানা গিয়েছে, মোদীর(PM Modi) ‘বার বার’ বিদেশ বিভুঁইয়ে যাওয়া নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে। তাঁর প্রশ্নের জবাবদিহি করতে গিয়েই এই তথ্য় তুলে ধরেছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই গোটা টাকা যে শুধু প্রধানমন্ত্রীর একার খরচ হয়েছে এমনটা নয়। তাঁর সঙ্গে যাওয়া প্রতিটি দেশে যাওয়া বিশেষ নিরাপত্তারক্ষী, মিডিয়া প্রতিনিধি, আমলাদের থাকা-খাওয়া মিলিয়ে দাঁড়িয়েছে এই হিসাব।
কোন দেশে সব থেকে বেশি খরচ হয়েছে?
সরকারের তথ্য অনুসারে, ২০২৩ সালে জুন মাসে প্রধানমন্ত্রী আমেরিকা সফরেই এখনও পর্যন্ত সবথেকে বেশি খরচ হয়েছে সরকারের। ওই একটি সফরের মোট খরচ দাঁড়িয়েছিল ২২ কোটি টাকার অধিক। এরপর ২০২৪ সালেও একই ভাবে মোদী আমেরিকায় গিয়ে খরচ হয়ে যায় প্রায় ১৫ কোটি টাকা। এইভাবে, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র সফরেই মোট ৩৮ কোটি টাকারও বেশি খরচ হয়েছে। ২০২৩ সালে জাপান সফরে গিয়ে খরচ হয়েছিল প্রায় সাড়ে ১৭ কোটি টাকা। ২০২২ সালে নেপাল সফরে খরচ হয়েছিল ৮০ লক্ষ টাকা।
আরও পড়ুন: Bill Gates And Sachin: মাস্টার ব্লাস্টারের সঙ্গে বড়া পাওতে কামড় বিল গেটসের, ভাইরাল ভিডিও
প্রধানমন্ত্রী মোদী কোন কোন দেশ সফর করেছিলেন?
২০২২ সালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহী, উজবেকিস্তান এবং ইন্দোনেশিয়া সফর করেন। ২০২৩ সালে তিনি আমেরিকা,অস্ট্রেলিয়া, মিশর, দক্ষিণ আফ্রিকা এবং গ্রিসের মতো দেশ ভ্রমণ করেন। ২০২৪ সালে তার বিদেশ সফরের মধ্যে ছিল পোল্যান্ড, ইউক্রেন, রাশিয়া, ইতালি, ব্রাজিল এবং গায়ানা।