ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘গর্বের মুহূর্ত।’ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতেই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)।সম্প্রতি নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম ঘোষণা করেছেন, ‘জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত।’নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের দশম বৈঠকের পর তিনি বলেন, গ্লোবাল এবং অর্থনৈতিক পরিবেশ ভারতের জন্য অনুকূল রয়েছে।
প্রধানমন্ত্রী হুঙ্কার (PM Modi)
মঙ্গলবার গুজরাটের গান্ধিনগরের এক সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘২৬ মে ২০১৪ সালে আমি প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করি(PM Modi)। সেই সময় ভারতের অর্থনীতি ছিল ১১তম স্থানে…আজ, ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আমাদের সকলের জন্য গর্বের বিষয় যে আমরা এখন জাপানকে ছাড়িয়ে গেছি…আমি এখনও দেশজুড়ে উত্তেজনার কথা মনে রাখি যখন আমরা ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে পৌঁছয়, বিশেষ করে তরুণদের মধ্যে। কারণ ভারত ব্রিটেনকে ছাপিয়ে গিয়েছিল, যে দেশটি ২৫০ বছর ধরে আমাদের উপর শাসন করেছে।’

প্রক্সি যুদ্ধ নয় (PM Modi)
এদিন পাকিস্তানকে ফের কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী(PM Modi)। তিনি বলেন, ‘আমরা বিষয়টিকে প্রক্সি যুদ্ধ বলতে পারি না ৷ কারণ, গত ৬ মে রাতে ভারতীয় বাহিনীর সামরিক অভিযানে যাদের মৃত্যু হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় পাকিস্তানে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে৷ পাকিস্তানের পতাকা দিয়ে ঢাকা হয়েছে তাদের কফিন ৷ এমনকী, সেদেশের সেনা তাদের স্যালুট জানিয়ে বিদায় দিয়েছে ৷’ প্রধানমন্ত্রীর কথায়, ‘এর থেকে প্রমাণিত, সন্ত্রাসবাদ পাকিস্তানের যুদ্ধের একটি অঙ্গ ৷ তবে, আগামী দিনেও এই যুদ্ধের যোগ্য জবাব দেওয়া হবে ৷’
আরও পড়ুন- French President: স্ত্রীর হাতে সপাটে থাপ্পড়! মৌনতা ভাঙলেন ফরাসি প্রেসিডেন্ট
ভারত যোদ্ধাদের দেশ (PM Modi)
দেশভাগ এবং পাক-অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘বিভাজনের সময় দু’ভাগে ভাগ করে দেওয়া হয় দেশমাতাকে ৷ বিভাজনের প্রথম রাতেই কাশ্মীরের উপর হামলা চালায় মুজাহিদিনরা ৷ ভারত মাতার একটি অংশ তারা আত্মসাৎ করে নেয় ৷ যদি ৭৫ বছর আগে সর্দার প্য়াটেলের পরামর্শ মেনে নেওয়া হত, তবে আজ এই ধারাবাহিক ঘটনার সাক্ষী থাকতে হত না ৷’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বসুদেব কুটুম্বকম, অর্থাৎ গোটা বিশ্ব আমাদের পরিবার- আমরা এই মন্ত্রে বিশ্বাসী ৷ প্রতিবেশি রাষ্ট্রগুলিতেও শান্তি বজায় থাকুক, সেটাই কাম্য ৷ কিন্তু, আমাদের বারবার উস্কানি দেওয়া হয়েছে ৷ ভারত যোদ্ধাদের দেশ ৷ সুতরাং, এই সমস্ত উস্কানির জবাব আমাদের দিতেই হবে ৷’
আরও পড়ুন- Covid: কোমর্বিডিটি নয়, জয়পুরে করোনায় যুবকের মৃত্যুতে আতঙ্ক
নীতি আয়োগের সিইও-র ঘোষণা (PM Modi)
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য উদ্ধৃত করে সিইও বিভিআর সুব্রহ্মণ্যম বলেছেন, ‘এখন ভারতীয় অর্থনীতি জাপানের চেয়েও বড় হয়ে উঠেছে(PM Modi)। এখন আমরা ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হয়েছে।’আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের তথ্য তুলে ধরে নীতি আয়োগের সিইও জানান, অর্থনীতিতে জাপানকেও টপকে গিয়েছে ভারত। তাঁর কথায়, ‘এখন শুধুমাত্র আমেরিকা, চিন ও জার্মানি ভারতের থেকে অর্থনীতিতে বড়। যদি আমরা পরিকল্পি পথেই চলি, তবে আড়াই-তিন বছরে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।’
