ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ২৮৫ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীর বুকে ফেরার পথ ধরেছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। সঙ্গে রয়েছেন নভশ্চর বুচ উইলমোর। পৃথিবীতে সুনীতা উইলিয়ামস-সহ চার নভোচরের অবতরণ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই আবহে এ বার সুনীতাকে (Sunita Williams) লেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি প্রকাশ্যে এসেছে। সুনীতার সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী তাঁর প্রতি আন্তরিক অনুভূতি প্রকাশ করেছেন।
সুনীতাকে মোদীর চিঠি (Sunita Williams)
মোদী চিঠিতে লিখেছেন, ‘‘১৪০ কোটি ভারতীয় সব সময়ই আপনার কৃতিত্বে গর্ববোধ করি। সাম্প্রতিক ঘটনাবলি আবার অনুপ্রেরণা জুগিয়েছে। হাজার হাজার মাইল দূরে থাকলেও আপনি আমাদের হৃদয়ের কাছেই রয়েছেন। ভারতীয়েরা আপনার সুস্থতা এবং সাফল্য কামনা করেন।’’ দিন কয়েক আগেই মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সঙ্গে বৈঠক করেছিলেন মোদী। চিঠিতে সেই বৈঠকের কথা উল্লেখ করে মোদী লিখেছেন, ‘‘মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সঙ্গে কথা বলার সময় আপনার নাম আসে। আপনার এবং আপনার কৃতিত্ব নিয়ে আমরা কতটা গর্বিত, তা নিয়ে আলোচনা করেছি।’’ মোদী জানান, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যখনই তাঁর সাক্ষাৎ হয়েছে, তখনই সুনীতার (Sunita Williams) বিষয়ে খোঁজখবর নিয়েছেন।
সুনীতার পরিবারকেও শুভেচ্ছা জ্ঞাপন মোদীর (Sunita Williams)
মোদীর চিঠিতে সুনীতার (Sunita Williams) বাবা দীপক পাণ্ড্য, মা বনি এবং স্বামী মাইকেল উইলিয়ামসের কথাও উল্লেখ করা হয়। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতার পরিবারকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। মোদী লিখেছেন, ‘আপনার মা আপনার জন্য অপেক্ষা করে আছেন। আমি নিশ্চিত আপনার প্রয়াত বাবার আর্শীবাদও আপনার সঙ্গে আছে। মিস বনি পাণ্ডে ও দীপকভাইয়ের সঙ্গে ২০১৬-এ আমার একবার দেখা হয়েছিল। সেই দিনটা আমার আজও মনে আছে।’ সুনীতা উইলিয়ামসের স্বামীকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : Rahul Gandhi: সংসদে মোদির কুম্ভ ভাষণে ছিল না মৃতদের জন্য শোক প্রকাশ, কটাক্ষ রাহুলের
সুনীতাকে ভারতে আসার আমন্ত্রণ
মহাকাশ থেকে ফিরে ভারতে আসার জন্য প্রধানমন্ত্রী সুনীতাকে আমন্ত্রণ জানিয়েছেন। চিঠিতে মোদী লেখেন, ‘‘ফিরে আসার পর ভারতে আপনাকে দেখার জন্য আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। ভারতের অন্যতম শ্রেষ্ঠ কন্যাকে আতিথ্য দেওয়ার সুযোগ আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।’’ এই চিঠি মোদী ১ মার্চ সুনীতার উদ্দেশে লেখেন, তবে সুনীতা পৃথিবীতে ফেরার জন্য মহাকাশযানে ওঠার পরই মঙ্গলবার চিঠিটি প্রকাশ্যে আসে।
আরও পড়ুন : Cow Dung Coated Car: গাড়িতে লেপলেন গোবর, বললেন গরমে ঠাণ্ডা থাকে গাড়ি!
২০২৪ সালের ৫ই জুন মাসে আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে সুনীতাদের ঘরে ফেরা আটকে যায়। আট দিনের মহাকাশ সফর ন’মাসে দীর্ঘায়িত হয়। বার বার তাদের ফেরানোর চেষ্টা হয়েছে। কিন্তু এক বারও সফল হয়নি। প্রায়ই কোনও না কোনও যান্ত্রিক ত্রুটি বাধা হয়ে দাঁড়িয়েছে সুনীতাদের ফেরার পথে। সব ঠিক থাকলে অবশেষে বুধবার ভারতীয় সময় ভোর ৩ টে ২৭ মিনিটে পৃথিবীতে ফিরবেন সুনীতারা।