ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তর দিনাজপুরের চোপড়া ‘ট্যাব দুর্নীতির’ হোম সেন্টার। রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্যাব দুর্নীতির অভিযানে নেমে এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তরুণের স্বপ্ন চুরি কাণ্ডে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে গ্রেফতার ১৫ জন। গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।
ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া ও ইসলামপুরের দুই অভিযুক্ত জুলফিকার আলী, ওমর ফারুককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি চোপড়া থানার দাসপাড়া এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় হাওড়া পুলিশ অভিযান চালিয়ে জুলফিকার আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। অপরদিকে চোপড়া থানা পুলিশের সহযোগিতায় ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে দাসপাড়ার এলাকা থেকে ওমর ফারুক নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে।
আরও পড়ুন: https://tribetv.in/narendra-modi-in-guyana-conferred-with-highest-honour/
এই দুটি পৃথক ঘটনায় অভিযুক্তদের মঙ্গলবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। দুই অভিযুক্তকে ২ দিনের ট্রানজিট রিমান্ডের অনুমতি দেয় ইসলামপুর মহাকুমা আদালত। জানা গিয়েছে, অভিযুক্ত জুলফিকার আলী এলাকায় ব্যাংক অ্যাকাউন্ট জোগাড় করে সেই অ্যাকাউন্টগুলোতে ট্যাবের টাকা ক্রেডিট বা টাকা ঢুকিয়েছে বলে জানা গিয়েছে। এই জুলফিকার আলী চোপড়ার মাস্টারমাইন্ড মনসুর আলীর নির্দেশেই কাজ করতে বলে জানা গিয়েছে। এই ঘটনায় মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে চোপড়ার ১১ জন গ্রেফতার। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ সূত্রের খবর।