ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভাঙড়ের সোনপুরে অশান্তির ঘটনায় চাঞ্চল্যকর মোড়। উত্তেজনার মাঝেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর (Naushad Siddiqui) নামে মামলা রুজু করল উত্তর কাশিপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে, যাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ভাঙড় জুড়ে ফের বাড়ছে উত্তেজনার পারদ।
অশান্তির সূত্রপাত (Naushad Siddiqui)
ঘটনার সূত্রপাত হয় গত ১৪ এপ্রিল। ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে কলকাতায় আয়োজিত সভায় যোগ দিতে যাচ্ছিলেন আইএসএফ কর্মী ও সমর্থকেরা। সেই পথেই, ভাঙ্গরের বাসন্তী হাইওয়ের উপর পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটবৃষ্টি ও রাস্তায় অবরোধ (Naushad Siddiqui)। পুলিশের দাবি, এই সংঘর্ষ পরিকল্পিত এবং তার জেরেই পরে উত্তর কাশিপুর থানার অন্তর্গত সোনপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, পাশাপাশি পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
এই ঘটনার তদন্তে নেমে উত্তর কাশিপুর থানার পুলিশ দুটি পৃথক মামলা রুজু করেছে। এবং ওই দুটি মামলারই মূল অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে ভাঙ্গর বিধানসভার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর (Naushad Siddiqui)। যদিও এই বিষয়ে বিধায়কের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

ইতিমধ্যেই ধৃত ১৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, তার জন্য এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গে কথা বলে শান্তি বজায় রাখার আবেদন জানানো হচ্ছে।
আরও পড়ুন: Murshidabad Situation: মুর্শিদাবাদে রাতভর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী টহল, ছন্দে ফিরছে কী?
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। রোধীরা ইতিমধ্যেই এই মামলা নিয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে (Naushad Siddiqui)। আইএসএফ নেতৃত্বের একাংশের দাবি, শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ থেকেই ঘটনার সূত্রপাত। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।
বর্তমানে ভাঙ্গর, সোনপুর ও উত্তর কাশিপুর এলাকায় টানটান উত্তেজনা, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় জেলা পুলিশ। নজর এখন পুলিশের তদন্ত এবং নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে সম্ভাব্য প্রতিক্রিয়ার দিকে।