ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাম আমদের হৃদয়ে, ধর্ম নিয়ে রাজনীতি করতে দেবো না। শনিবার রামনবমীর আগের দিন শুভেন্দু অধিকারীর কর্মসূচির কাছে কালো কাগজে ‘গো ব্যাক শুভেন্দু’ লেখা পোস্টার রানাঘাটে (Ram Navami 2025)। যা নিয়ে রাজনৈতিক উত্তেজনা এলাকায়।
রামকে নিয়ে রাজনীতি নয়! (Ram Navami 2025 )
শনিবার শুভেন্দু অধিকারীর রামনবমী মেলার উদ্বোধনের আগেই ‘গো ব্যাক শুভেন্দু’ লেখা পোস্টার রানাঘাটে। রানাঘাট পৌরসভার একাধিক জায়গায় টাঙানো হয়েছে কালো পতাকা (Ram Navami 2025)। সাঁটা হয়েছে কালো পোস্টার। তাতে লেখা, ‘রাম নিয়ে রাজনীতিকারী শুভেন্দু অধিকারী গো ব্যাক।’ পোস্টারে স্পষ্ট লেখা ‘রাম আমদের হৃদয়ে, ধর্ম নিয়ে রাজনীতি করতে দেবো না’। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলে আক্রমণ করেছেন বিজেপি নেতা। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।

আরও পড়ুন: Dilip Ghosh: রামের ইচ্ছেতেই কোর্টের রায়ে চাকরি হারালেন শিক্ষকরা, বিষ্ফোরক দিলীপ
রাম কার? তা নিয়ে বঙ্গ রাজনীতিতে এখন বিজেপি-তৃণমূলের জোর দড়ি টানাটানি (Ram Navami 2025)। হুঙ্কার-হুঁশিয়ারির বিরাম নেই। রাম সকলের ভগবান, তাই রামকে নিয়ে রাজনীতি করাকে ভালোভাবে নিচ্ছে না স্থানীয় বাসিন্দারাও। বাংলায় রামকে নিয়ে যে রাজনীতি, তাকে নোংরামি বলেই মনে করছে সাধারণ মানুষ।
আরও পড়ুন: Ram Navami : গেরুয়া শিবিরের ‘পাখির চোখ’ রামনবমী ! কলকাতাতেই একশোর বেশি রামনবমীর কর্মসূচি
রাত পেরোলেই রামনবমী। চড়ছে পারদ। শহরজুড়ে রামনবমীর (Ram Navami 2025) হোর্ডিং। শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলায় লাগানো হোর্ডিংয়ে প্রধানমন্ত্রী ও শুভেন্দুর মুখ। বিজেপি-তৃণমূল দুই শিবিরেই তা নিয়ে চূড়ান্ত তৎপরতা। একই সঙ্গে চরছে রাজনীতির পারদ।