ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর (Manmohan Singh Memorial) শেষকৃত্যের কয়েক ঘণ্টা আগে তাঁর স্মৃতিসৌধ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এই বিষয়টি ঘিরে বিজেপি কংগ্রেসকে “নোংরা রাজনীতি” বন্ধ করার আহ্বান জানিয়েছে।
কী বললেন ল্লিকার্জুন খাড়গে (Manmohan Singh Memorial)
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন। তিনি মনমোহন সিং-এর (Manmohan Singh Memorial) স্মৃতিসৌধ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। খাড়গে বলেন, “রাষ্ট্রনায়কদের এবং প্রাক্তন প্রধানমন্ত্রীদের স্মৃতিসৌধ তাদের শেষকৃত্যের স্থানে নির্মাণের ঐতিহ্য বজায় রেখে এই অনুরোধ জানানো হয়েছে।”
অমিত শাহের কথা (Manmohan Singh Memorial)
পরবর্তী সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, মনমোহন সিং-এর (Manmohan Singh Memorial) স্মৃতিসৌধের জন্য একটি স্থান নির্ধারণ করা হবে। তবে এই সময়ে শেষকৃত্যের কাজ এগিয়ে চলতে পারে বলে তিনি জানান।
আরও পড়ুন: Manmohan Singh: চিরঘুমে মনমোহন সিং; শোক দেশের রাজনীতিতে, শোকবার্তা বিশ্বের
জয়রাম রমেশের কথা
এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, “কেন্দ্র মনমোহন সিং-এর স্মৃতিসৌধের জন্য স্থান নির্ধারণ করতে না পারায় জনগণ হতবাক। এটি ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রীর প্রতি অসম্মান।”
পালটা আক্রমণ বিজেপি-র
বিজেপি পাল্টা আক্রমণ করে জানায়, “মনমোহন সিং-এর মৃত্যু নিয়ে কংগ্রেস নোংরা রাজনীতি করছে। কংগ্রেস যেন মনে করে, প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও-এর মৃত্যু পরবর্তী সময়ে তারা কীভাবে তাঁকে অবহেলা করেছিল। প্রণব মুখার্জির কন্যাও টুইট করে জানিয়েছেন কংগ্রেস তাঁর বাবার প্রতি কীভাবে অবজ্ঞা করেছে।”
আরও পড়ুন: Manmohan Singh: না ফেরার দেশে মনমোহন সিং; শোকস্তব্ধ দেশ, কেমন রয়েছে তাঁর আদি বাড়ি ?
মনমোহন সিং-এর ইতিহাস
মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র গভর্নর এবং প্রধানমন্ত্রী নরসিমা রাও-এর অধীনে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার দিল্লির এইমস হাসপাতালে ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শেষকৃত্য
মনমোহন সিং-এর দেহ শনিবার সকাল ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত কংগ্রেস সদর দফতরে রাখা হয়, যাতে সাধারণ মানুষ এবং কংগ্রেস কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। সকাল ৯.৩০ থেকে তাঁর দেহ নিয়ে যাত্রা শুরু হয়। ১১.৪৫-এ দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।