ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির (Pori Moni) জীবনে এসেছে নতুন প্রেম। সোশ্যাল মিডিয়ায় (Social Media) কান পাতলেই শোনা যাচ্ছে, নানান কথা। এক যুবকের বুকে পরীমণি মাথা দিয়ে ছবিও পোস্ট করেছেন। লিখেছেন দীর্ঘ একটি ক্যাপশন। আর সেই যুবকের হাতের ঘড়ি নাকি চিনিয়ে দিল পরীর প্রেমিককে? সত্যি কি তাই?
কী লিখলেন পরীমণি? (Pori Moni)
কয়েকদিন আগে পরীমণি (Pori Moni) ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে গাছের ছায়ায় তিনি এক জনের কাঁধে মাথা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। যার কাঁধে মাথা দিয়েছেন, তার পরনে সাদা শার্ট, হাতে একটি ঘড়ি। এই ছবি মিলিয়ে দিচ্ছে আর একটা ছবির সঙ্গে। এমনটাই বলছেন নেটিজেনরা। ছবিটি পোস্ট করে পরীমণি লেখেন, “প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে। আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘে গর্জন না হোক, জীবন চলুক জীবনের মতন।”
খবরের শিরোনামে পরীর ব্যক্তিগত জীবন (Pori Moni)
এই পোস্টের পর ঢলিউড নায়িকা পরীমণি (Pori Moni) আবারও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে এলেন। যার কাঁধে মাথা দিয়ে ছবি তুলেছেন, তার মুখ কিন্তু ছবিতে দেখা যায়নি। পরী লুকাতে চাইলেও, নেটিজেনরা সেই ছবির মিল খুঁজে পেয়েছেন গায়ক শেখ সাদীর সঙ্গে। অনেকে এমনটাই দাবি করছে। কারণ হিসেবে দেখাচ্ছেন, ওই গায়কের ব্যবহৃত হাত ঘড়ির সঙ্গে পরীমণির সঙ্গে যাকে দেখা গিয়েছে, তার হাত ঘড়ির অনেকটাই মিল।
আরও পড়ুন: Tui Amar Hero: রুবেল-মোহনার সাথে ছোট পর্দায় দেবের এন্ট্রি! দেখা যাবে কোন চরিত্রে?
প্রকাশ্যে পরীর প্রেমিকের পরিচয়!
সম্প্রতি শেখ সাদীর সঙ্গে পরীমণির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে দুই বাংলার বিনোদন জগতে। যে কারণে অনেকেই দুয়ে দুয়ে চার করতে ব্যস্ত। অনেকেই বলছেন, চেষ্টা করেও শেখ সাদীকে পরীমণি আড়ালে রাখতে পারলেন না।
পরীর জীবনে বসন্ত
বসন্তের আমেজ যখন সমস্ত অলিগলিতে ছড়িয়ে পড়েছে, তখন জানান দিচ্ছে শুরু হয়েছে ভালোবাসার মরশুম। তার মাঝে পরীমণির জীবনে নাকি বসন্তের আগমন। বাংলাদেশের চর্চিত নায়িকাদের মধ্যে তিনি অন্যতম। প্রায়ই সময় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানান গুঞ্জন শোনা যায়। প্রেমের জীবনে একাধিকবার ওঠা পড়া হয়েছে। একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
আরও পড়ুন: Bengali Serial TRP List: শীর্ষস্থানে বহাল পরিণীতা, টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম দশে কারা?
নতুন জীবন শুরু
শরিফুল রাজের থেকে আলাদা হওয়ার পর পরীমণি নতুন জীবনের দিকে এগিয়েছেন । দুই সন্তানকে নিয়ে তাঁর সুখের সংসার। যদিও এখন তিনি বিয়ে নিয়ে ভাবছেন না। কারণ এই বিষয়ে একবার বলেছিলেন, প্রেমের জন্য এখন তাঁর সময় নেই। মনের দরজা বন্ধ করে দিয়েছেন। আর কাউকে নিজের জীবনে জায়গা দিতে চান না শুধুমাত্র নিজের দুই সন্তানকে নিয়েই এগিয়ে যেতে চান। কিন্তু তাঁর সম্প্রতি পোস্টে আবার মিলল নতুন প্রেমের ইঙ্গিত। যদিও এই প্রেমে এখনও সিলমোহর পড়েনি।