ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গুরুতর অসুস্থ ‘আমি বাংলায় গান গাই’ এর স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় (Pratul Mukhopadhyay) । আইটিইউ’তে ভর্তি সংজ্ঞাহীন প্রবীণ গায়ক। ঠিক কী হয়েছে তাঁর? এসএসকেএম হাসপাতালে গেল মুখ্যমন্ত্রীর ফোন। এখন কেমন আছেন শিল্পী?
ফুসফুসে সংক্রমণ (Pratul Mukhopadhyay)
জানা যাচ্ছে, অন্ত্রের অপারেশন (Pratul Mukhopadhyay) হয়েছিল। তারপরেই হার্ট অ্যাটাক হয়েছে শিল্পীর। সপ্তাহ খানেক আগেই আচমকা তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তারপর আসে হার্ট অ্যাটাক। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কার্ডিওলজি বিভাগে। পরীক্ষা করে দেখা হয়, শিল্পীর ফুসফুসে সংক্রমণ রয়েছে। তারপর শারীরিক অবস্থার অবনতি হতে থেকে। শুধু তাই নয়, তাঁর শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের সংক্রমণও তৈরি হয়েছে। যার জেরে শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়েছে। আপাতত সংজ্ঞাহীন প্রবীণ শিল্পী।
খোঁজ খবর রাখছেন মুখ্যমন্ত্রী (Pratul Mukhopadhyay)
গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের (Pratul Mukhopadhyay) শারীরিক অবস্থা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিল্পীর স্বাস্থ্য নিয়ে কথাও বলেছেন। বিগত সপ্তাহ দুই ধরেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রবীণ গায়ক।
আরও পড়ুন: Kalyani Mandal: কাজ নেই উত্তমের সহ অভিনেত্রীর ! কল্যানী মন্ডল বললেন ‘এখন আর কেউ ডাকে না’
চলছে কড়া অ্যান্টিবায়োটিক
প্রতুল মুখোপাধ্যায় “আমি বাংলার গান গাই” এর স্রষ্টা। কয়েক দিন আগে হাসপাতালের বিছানায় শুয়ে, চিকিৎসকদের এই গান গেয়ে শুনিয়েছেন। সপ্তাহখানেক আগে থেকেই তাঁর আচমকা শ্বাসকষ্ট শুরু হয়। কড়া অ্যান্টিবায়োটিক চলছে। কিন্তু সেভাবে সাড়া দিচ্ছেন না শিল্পী। মুখ্যমন্ত্রীর নির্দেশে, রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন হাসপাতালে শিল্পী খোঁজখবর রাখছেন। গত ১৫ ই জানুয়ারি হাসপাতালে অসুস্থ সঙ্গীত শিল্পীকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ শিল্পীর সঙ্গে কথাও বলেছেন। সেই মুহূর্তের ভিডিও ফেসবুক হ্যান্ডেল শেয়ারও করেন মুখ্যমন্ত্রী। ক্যাপশনে লিখেছিলেন, ” প্রতুলদার গলায় বাংলায় গান গাই এক সুখকর অভিজ্ঞতা”।
শারীরিক অবস্থা স্থিতিশীল নয়
বয়স প্রায় ৮৪, দিন দশেক আগেই যখন পেটে বড়সড় অস্ত্রোপচার হয়, অপারেশন সফল হয়েছিল। তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু সপ্তাহখানেক আগে এমন বড় বিপত্তি ঘটবে তা কে জানত! ফুসফুসে প্রবল সংক্রমণ, তবে সেই সংক্রমণ ব্যাকটেরিয়া না ভাইরাসের জেরে, নাকি মিশ্র গোত্রের, তা এখনও জানা যায়নি। শিল্পীর রক্তচাপ ধরে রাখতে ওষুধের সাহায্য নেওয়া হয়েছে। আপাতত জানা যাচ্ছে, শিল্পীর শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তিনি এখন রয়েছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে।
শিল্পীর জীবনী
প্রসঙ্গত, ১৯৪২ সালের বরিশালে শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের জন্ম । ১৯৫৩ তে শুরু স্কুল জীবন। সেখানেই প্রমাণ করেছিলেন নিজের অভিনয়ের দক্ষতা। তারপর প্রথমবারের জন্য গান লেখেন ১৯৬৩ তে। জড়িয়ে পড়েছিলেন নকশার আন্দোলনে। একটা সময় চলে আসেন এপাড় বাংলায়। ১৯৯৪ সালে প্রকাশ্যে এসেছিল তাঁর প্রথম অ্যালবাম ‘যেতে হবে’।