Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রবিবার দুবাইয়ে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলছে ভারত ও পাকিস্তান (Ind vs Pak Asia Cup)। পাহেলগাঁও কান্ড ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম ২২ গজে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দী। এই ম্যাচ নিয়ে শুধু ক্রিকেট মহলেই নয়, আলোচনা ও সমালোচনার ঝড় শুরু হয়েছিল রাজনৈতিক ও কূটনৈতিক মহলেও। দেশের একাংশ মানুষ সন্ত্রাসবাদে মদত দেওয়া পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল। ইতিমধ্যেই এই ম্যাচ বন্ধ করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলাও হয়েছিল সুপ্রিম কোর্টে। যদিও সেই মামলা খারিজ হয়ে যাওয়ায় রবিবারের ম্যাচ নিয়ে কোনও বাধা রইলো না।
ভারত ও পাকিস্তান ১৯বার মুখোমুখি (Ind vs Pak Asia Cup)
তবে ক্রিকেট মহলেও ভারত ও পাকিস্তানের এই ম্যাচ ঘিরে চাপা উত্তেজনা রয়েছে(Ind vs Pak Asia Cup)। অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ করার পর এখন ২২ গজেও কী পাকিস্তানকে ধরাশায়ী করতে পারবে ভারত? এখনও পর্যন্ত ভারত ও পাকিস্তান এশিয়া কাপে মোট ১৯বার মুখোমুখি হয়েছে। ১০টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। অন্যদিকে ৬টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। আর ৩টি ম্যাচ অমীমাংশিত।
দুর্দান্ত শুরু করেছে ভারত (Ind vs Pak Asia Cup)
এশিয়া কাপের অভিযান ম্যাচে ইউএই -র বিরুদ্ধে দুর্দান্ত শুরু করেছে ভারত (Ind vs Pak Asia Cup)। কুলদীপ যাদব, শিবম দুবে, যশপ্রীত বুমরা(Jasprit Bumrah)-র সামনে দাড়াতেই পারেনি ইউএই ব্যাটার-রা।মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় ইউএই-এর ইনিংস। মাত্র সাড়ে ৪ ওভারেই ১ইউকেট হারিয়ে জয় তুলে নেয় সূর্যকুমার যাদবরা। তবে ভারতের বোলার-রা এশিয়া কাপে দুবাইয়ের মাঠে নিজেদের প্রমাণ করলেও ভারতীয় ব্যাটার-রা গত ম্যাচে সেই সুযোগ পায়নি। তাই রবিবারের মেগা ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে টিমইন্ডিয়া।

আরও পড়ুন : Ukraine Drone Attack : ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রুশ তেল বন্দর! নজরে রাশিয়ার তেল বাণিজ্য ?
শেষ ভারত-পাক ম্যাচের ফলাফল কী? (Ind vs Pak Asia Cup)
এশিয়া কাপে শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০২২ সালে। আর সেই ম্যাচটিও হয়েছিল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেই(Ind vs Pak Asia Cup)। মহম্মদ রিজওয়ানের ৭১ রান ও মহম্মদ নওয়াজের ২০ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংসে জয় ছিনিয়ে নিয়েছিল পাকিস্তান। আর সেই জন্যই ইউএই-র বিরুদ্ধে এশিয়া কাপে দুর্দান্ত শুরু করলেও পাকিস্তান ম্যাচ ভারতের খুব একটা সহজ হবে না।

আরও পড়ুন : Vaishno Devi Yatra : বৈষ্ণোদেবী যাত্রা ফের শুরু, আবহাওয়ার উন্নতিতে স্বস্তি পুণ্যার্থীদের
খেলছে না অভিজ্ঞ পাক ক্রিকেটার-রা (Ind vs Pak Asia Cup)
যদিও ভারত পূর্ণ শক্তি নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে নামবে (Ind vs Pak Asia Cup)। তবে পাক দলে নেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞ ক্রিকেটার। তার ওপর রবিবার ভারতের বিরুদ্ধে পাক অধিনায়ক সালমান আলি আঘার খেলা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। কারণ গত কয়েক দিনের অনুশীলনে দেখা যায়নি পাক অধিনায়ক সালমানকে। তবে দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স এবং দলগত শক্তির নিরিখে রবিবার সূর্যকুমার বুমরা-রা ফেভারিট হয়েই মাঠে নামবে তাতে কোনও সন্দেহ নেই।
রবিবাসরীর হাই ভোল্টেজ ম্যাচের আগে উত্তেজনার পারদ চড়েছে ক্রিকেট মহল থেকে রাজনৈতিক ও কূটনৈতিক মহলেও। এবারের ম্যাচে ভারত অপারেশন সিঁদুরের মতোই ২২ গজের মহারণে পাকিস্তানকে নাস্তানবুদ করতে পারে কিনা সেই দিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।