ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : দেড় বছরের বেশি সময় ধরে লাগাতার অশান্তির ছবি মণিপুরে (Manipur)। অবশেষে মণিপুরে (Manipur) জারি করা হল রাষ্ট্রপতি শাসন। সম্প্রতি ঘরে-বাইরে চাপের মুখে পড়ে পদত্যাগ করেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N. Biren Singh)। তাঁর ইস্তফার পরে নতুন কোনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। তাই এই অচলাবস্থার মাঝে বৃহস্পতিবার মণিপুরে জারি করা হয়েছে রাষ্ট্রপতির শাসন।
২১ মাস ধরে উত্তপ্ত মণিপুর (Manipur)
গত দেড় বছরেরও বেশি সময় ধরে উতপ্ত রয়েছে মণিপুর (Manipur)। ২০২৩ সালের মে মাসে প্রথম মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সে রাজ্যের পরিস্থিতি। মাঝে কিছু দিন বিরতির পর গত বছরের সেপ্টেম্বর মাসে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। জ্বালিয়ে দেওয়া হয় বহু বাড়িঘর। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বেশ কয়েক জন বিধায়কের বাড়িতেও হামলা চালায় উন্মত্ত জনতা।
কখনও এই অশান্তি কমে, কখনও আবার হু হু করে বাড়তে থাকে অশান্তি। এসবের মধ্য়েই প্রায় ২৫০জনের মৃত্যু হয়েছে একাধিক ঘটনায়। একের পর এক হিংসার ঘটনা ঘটেছে মণিপুরে। মাঝে দিন কয়েকের জন্য সেই রাজ্যের কিছু এলাকায় সেনা-শাসনও জারি হয়েছিল বটে, তবে তাতেও যে হিংসার ছবিতে বদল এসেছিল এমনটা নয়। রাজ্যের টালমাটাল পরিস্থিতির কারণে চাপে পড়েছিলেন এন বীরেন সিং।বারংবার প্রশ্ন উঠছিল তার ভূমিকা নিয়ে। বিরোধী শিবির তো বটেই, দলের নেতারাও নাকি ছেড়ে কথা বলছিলেন না তাঁকে।
আরও পড়ুন : যান চলাচলের দেড় মাসের মধ্যেই ভাঙলো উত্তর সিকিমের বেইলি ব্রিজ
এন বীরেন সিংয়ের ইস্তফা (Manipur)
মনিপুরে (Manipur) পদ্ম শিবিরের মধ্যে মুখ্যমন্ত্রীকে নিয়ে তৈরি হওয়া চাপানউতোরের পরিস্থিতি সম্পর্কে আগাম টের পেয়েছিল বিজেপির দিল্লির নেতারাও। সেই পরিস্থিতিকে সামাল দিতেই তড়িঘড়ি রবিবার সকালে নয়াদিল্লিতে বীরেনকে নিয়ে বৈঠকে বসেন অমিত শাহ (Amit Shah) ও নাড্ডা। সঙ্গে ছিলেন বিজেপি ও নাগা পিপলস ফ্রন্টের ১৪ জন বিধায়কও। আর সেই বৈঠকের পরই গত ৯ ফেব্রুয়ারি ইম্ফলে ফিরে ইস্তফা দেন এন বীরেন সিং।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর বিমানে জঙ্গি হামলার হুমকি! ফোন পেয়ে অভিযুক্তকে ধরল মুম্বই পুলিশ
মনিপুরে জারি রাষ্ট্রপতি শাসন
৯ ই ফেব্রুয়ারি এন বীরেন সিংয়ের ইস্তফার পর ,১৩ ফেব্রুয়ারি সংবিধানের অনুচ্ছেদ ৩৫৬-র আওতায় বৃহস্পতিবার সন্ধ্যায় মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, মণিপুরের রাজ্যপাল রাষ্ট্রপতিকে একটি রিপোর্ট দেয়। সেই রিপোর্ট দেখে বোঝা যায়, রাজ্যে এই মুহূর্তে সাংবিধানিক শাসন চালানোর অবস্থা নেই। তাই সংবিধানের অনুচ্ছেদ ৩৫৬-র আওতায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হল। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে, “রাজ্যপালের কাছ থেকে একটি রিপোর্ট পাওয়ার পর এবং আমার কাছে প্রাপ্ত প্রতিবেদন এবং অন্যান্য তথ্য বিবেচনা করার পর, আমি সন্তুষ্ট যে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে ভারতের সংবিধানের বিধান অনুসারে রাজ্যের সরকার পরিচালনা করা সম্ভব নয়।”