মঙ্গলবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও খ্রিষ্টানদের সমর্থনে ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা! মঙ্গলবারের এই ঘটনার ঠিক আগের দিন অর্থাৎ সোমবার একই রকম আর একটি ব্যাগ নিয়ে সংসদে এসেছিলেন প্রিয়াঙ্কা।যদিও সোমবারে সংসদে নিয়ে আসা ব্যাগে বাংলাদেশের বদলে লেখা ছিল প্যালেস্টাইনের নাম। প্রিয়াঙ্কা সোমবার প্যালেস্টাইন এবং ঠিক তাঁর পর দিন বাংলাদেশের সমর্থনে ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করে।
‘কেন ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ’
কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্রের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা সোমবার প্যালেস্টাইনে ইসরায়েলি হামলা ও সেখানকার নাগরিকদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে সংসদে প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে প্রবেশ করেছিলেন।এই ব্যাগের উপরে ছিল প্যালেস্টাইনের প্রতীক চিহ্নও।মঙ্গলবার আবারও ব্যাগ নিয়ে সংসদে প্রবেশের কারন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও খ্রিষ্টানদের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদকে কে সমর্থন।
‘প্রিয়াঙ্কাকে কটাক্ষ বিজেপির’
বিজেপি নেতা এবং সংসদ সম্বিত পাত্র বলেন,গান্ধী পরিবার সর্বদা তুষ্টির ব্যাগ বহন করে।আর এটাই তাদের পরাজয়ের অন্যতম কারণ।এই ঘটনার কিছুদিন আগেই প্রিয়াঙ্কা গান্ধীর সাথে দেখা করেন রাজধানী নয়াদিল্লীতে অবস্থিত প্যালেস্টাইনের চার্জ ডি অ্যাফেয়ার্স আবেদ এলরাজেগ আবু জাজার।তিনি কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে সংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর অভিনন্দন জানান।এমনকি এর আগেও প্যালেস্টাইনের উপর হামলার প্রতিবাদ করে ইজরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহুকে সমর্থন করেন।এমনকি গাজায় হামলাকে ‘গণহত্যা’ বলেও উল্লেখ করেছিলেন প্রিয়াঙ্কা।সেই ঘটনাকেই এবার খোঁচা দিয়ে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা সম্বিত পাত্র।
‘বাংলাদেশ নিয়ে সরব প্রিয়াঙ্কা’
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন চলেছে তাঁর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন।ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারি নিয়ে আওয়াজ তুলেছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা।এই বিষয়ে তিনি এক্স হ্যান্ডেলে পোস্টও করেছিলেন।তিনি একটি এক্স পোস্টে লিখেছিলেন,বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও নির্যাতনের ঘটনা বেশ উদ্বেগ জনক।তিনি এই ঘটনায় ভারত সরকারের হস্তক্ষেপও দাবি করেছিলেন।
আরও পড়ুন: TMC News: সমবায় নির্বাচনেও সবুজ ঝড়, ছয়ে-৬ তৃণমূল
‘বাংলাদেশে হিন্দু নির্যাতন’
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের ঘটনা অব্যাহত। সেখানে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছেন হিন্দু নাগরিকরা। ভাঙা হচ্ছে হিন্দুদের ধর্মীয় স্থল ও মন্দির। এমনকি হিন্দু সনাতনী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকেও গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার।এই ঘটনার প্রতিবাদেই এবার একেবারে সংসদে প্রতীকী ব্যাগ নিয়ে গিয়ে প্রতিবাদ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।