ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সংসদে প্রথম বার সাংসদ হিসেবে পা রাখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi)। এতে তার সঙ্গী হিসেবে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা ও রায়বরেলীর কংগ্রেস সংসদ রাহুল গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ছিলেন তার মা তথা রাজস্থান থেকে নির্বাচিত রাজ্যসভার সংসদ সোনিয়া গান্ধী।
নির্বাচনে জিতে সংসদে প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)
ওয়েনাড় লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi)। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ওয়েনাড় কেন্দ্রে থেকে নির্বাচিত হয়ে লোকসভায় সাংসদ হিসেবে শপথ নেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। এরপর লোকসভার অন্যান্য সদস্য ও আধিকারিকদের সাথে নমস্কার বিনিময় করেন ওয়েনাড় কেন্দ্রে থেকে নির্বাচিত সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।
যোগ দিলেন বৈঠকে (Priyanka Gandhi)
বৃহস্পতিবার সকালেই নবনির্বাচিত সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi) যোগ দিয়েছিলেন কংগ্রেস সাংসদদের বৈঠকে। প্রিয়াঙ্কা গান্ধী বঢরা লোকসভায় আসছেন এই খবর পেয়েই সংসদ চত্বরে হাজির হন অন্য কংগ্রেস সাংসদেরা। এমনকি প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানাতে কংগ্রেস সাংসদরা সবাই মিলে স্লোগান তোলেন, ‘প্রিয়ঙ্কা স্বাগতম’। সংসদ ভবনের সামনে গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কা জানান,তিনি ভীষণ খুশি। তারপরেই দাদা রাহুল এবং মা সনিয়ার সঙ্গে সংসদের ভিতরে প্রবেশ করেন তিনি।
আরও পড়ুন: Maharashtra CM Face: উপমুখ্যমন্ত্রী পদে ‘না’ শিন্ডের! কে বসবেন মহারাষ্ট্রের মসনদে?
দাদার সঙ্গে শুভেচ্ছা বিনিময়
শপথ গ্রহণের পর লোকসভার বিরোধী দলনেতা তথা দাদা রাহুলকে নমস্কার করেন প্রিয়াঙ্কা। একই সঙ্গে এর প্রতি-উত্তরে শুভেচ্ছা বিনিময় করেন একদম সামনের সারিতে বসা রাহুল গান্ধিও। বৃহস্পতিবার সংবিধান হাতে নিয়ে দাদা রাহুলের পথই অনুসরণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ঠিক যেভাবে কয়েকমাস আগে সংবিধান হাতে নিয়েই শপথ বাক্য পাঠ করেছিলেন রাহুল গান্ধী। এবার তার বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও একেবারে সেভাবেই শপথ বাক্য পাঠ করলেন।
কবে থেকে রাজনীতিতে?
প্রিয়ঙ্কা গান্ধী বঢরা আনুষ্ঠানিক ভাবে সক্রিয় রাজনীতিতে আসেন ২০১৯ সালের জানুয়ারি মাসে। যদিও এর আগে ২০০৪ সালে লোকসভা ভোটের সময় থেকেই নিয়মিত ভাবে সনিয়া গান্ধী দাদা রাহুলের প্রচারে অংশ নিতেন। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলী এবং কেরলের ওয়েনাড়, দুই আসন থেকেই জয়ী হওয়ায় দ্বিতীয় আসনটি ছেড়ে দেন রাহুল। আর দাদা রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া সেই আসনটিতেই কংগ্রেস প্রাথী হন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
আরও পড়ুন: PAN CARD 2.0: আসছে প্যান কার্ড ২.০; থাকছে কিউআর কোড, বিনা পয়সায় হবে আপগ্রেড!
ভোটের ফল
আর সেই ভোটের ফলে দেখা গেছে, ৪ লক্ষ ১০ হাজারের বেশি ভোটের ভোট পেয়ে জয় লাভ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থীকে হারিয়ে বিরাট জয় ছিনিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা। যাতে দাদার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছে বোন। লোকসভা ভোটের পর এই জয় কংগ্রেসের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।