ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২২ এর পর আবার আসছে প্রজাপতি, অর্থাৎ ছবিটির সিক্যুয়েল প্রজাপ্রতি ২ (Projapoti 2)। কিন্তু কে হচ্ছেন এবারের নায়িকা? যদিও এই গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন আগে থেকেই। সেই গুঞ্জন কাটিয়ে এবার উঠে এল সেই নায়িকার নাম। যিনি ছোট পর্দার অতি পরিচিত মুখ। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে না। শেষবার তাঁকে দেখা গিয়েছিল বধুয়া ধারাবাহিকে। নায়িকার নাম জ্যোতির্ময়ী কুন্ডু (Jyotirmoyee Kundu)। তবে কি তিনি সত্যি ফিরছেন প্রজাপতি ২ তে?
প্রজাপতি ২ তে নায়িকা কে? (Projapoti 2)
অভিজিৎ সেন (Avijit Sen) পরিচালিত, অতনু রায়চৌধুরী (Atanu Ray Choudhury) প্রযোজিত ‘প্রজাপতি ২’ (Projapoti 2) ছবিতে দেবের বিপরীতে নায়িকা হয়ে বড় পর্দায় দেখা মিলবে জ্যোতির্ময়ীর, সেই খবর ছড়াতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে দর্শকমন্ডলীর মধ্যে। কিন্তু অভিনেত্রীর দেখা নেই কেন? তবে কি কিছুটা নিজেকে আড়াল করে রাখতে চাইছেন তিনি?
কাজ করেন ভেবেচিন্তে (Projapoti 2)
এইরকম নানান প্রশ্নের উত্তর দিতে সোমবার একটি সাক্ষাৎকারে অভিনেত্রীর বক্তব্য (Projapoti 2), “যে বিষয় নিয়ে গুঞ্জন ছড়িয়েছে সে বিষয়ে আমার কথা বলার অনুমতি নেই”। আরও বলেন, “আমি যথেষ্ট ভেবেচিন্তে কাজ করি। আচমকা যে কোনও সিদ্ধান্ত আমি নিই না। কারণ, আমার জীবনে এত তাড়া নেই। যে কোনও কাজ করার আগে শতবার ভেবে নিই। তারপরেই সেই কাজ করব কিনা তা ঠিক করি।
আরও পড়ুন: Subhasree Ganguly: ন্যাড়া হলেন শুভশ্রী, পরনে গেরুয়া বসন! শুরু নতুন জার্নি?
অভিনয় জগতে দীর্ঘ সময় থাকার ইচ্ছা আছে। তাই ধীরে সুস্থে এগোচ্ছি।” কাজের প্রতি তিনি যে যথেষ্ট মনোযোগী ও চিন্তাভাবনা করে কাজ করতে চান । সেই রকমই কিছু মতামত ব্যক্ত করলেন। তিনি ভগবানকে মানেন। তাই ভগবান তাঁর জন্য যেই জিনিসটি ঠিক করে রেখেছেন তা তিনি নিশ্চিন্তে পাবেন। কিন্তু যা তাঁর কপালে নেই, সেই জিনিস শত চেষ্টা করেও পাওয়া যায় না। তাই বিষয়টা সময়ের উপর ছেড়েছেন অভিনেত্রী।
‘হ্যাঁ’ বলার কারণ
অভিনেত্রীর কথায়, যা নিয়ে জল্পনা চলছে তার জন্য আদৌ ডাক পাবেন কিনা তা নিজেরই ধারণার বাইরে। তবে যদি ডাক পান তবে হয়ত এত ভাবতে হবে না। কারণ অভিনেতা দেবের সাথে কাজ করতে পারা মানে এক উপরি পাওনা। এছাড়াও অন্য কোনও কাজে কাজ করতে গেলে দশবার ভাবতে হবে। সেটাও জানাতে ভুললেন না অভিনেত্রী।
আরও পড়ুন: Aamir Khan: গৌরীকে পেয়েই নিজের বিয়ে ভুললেন আমির! রিনাকে নিয়ে বড় ঘোষনা।
অবসরে কী করছেন অভিনেত্রী?
অনেকেই নিজের অবসর সময় নিজের দিকে অনেক বেশি পরিমাণে যত্ন নেয়। কেউ নাচ শেখেন কিংবা কেউ অন্য কোনও প্রশিক্ষণের দিকে চিন্তা ভাবনা করেন। যদিও অভিনেত্রী অবসরে বসে নেই। একটা সময় নিয়ম করে ভরতনাট্যম শিখতেন। ধারাবাহিকে কাজ শুরুর পর থেকে সেই অভ্যাসে বাধা পড়েছে। এছাড়াও যুক্ত ছিলেন মডেলিং ও ফটোশুটের সাথে। সেই কাজে নিজেকে আবারও নতুনভাবে যুক্ত করেছেন। সাথে পরিবার তো রয়েছেই। তাদেরকে সময় দিচ্ছেন। এত কিছুর মধ্যে কিভাবে যে গোটা ৮ মাস চোখের পলকে কেটে গেল তা বোঝাই দায়।