Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশের এক বাসিন্দাকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি (Impersonating Army Major) দেওয়া হয়েছিল। এই টোপ দিয়ে সেই ব্যক্তির কাছ থেকে ৬ লক্ষ ১৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক দল প্রতারকের বিরুদ্ধে। ধৃতের নাম মহম্মদ শাহজাদা। ধৃত গার্ডেনরিচের বাসিন্দা। অভিযোগ সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে উত্তরপ্রদেশের এক ব্যক্তির কাছে কয়েক লক্ষ টাকা নিয়েছিল শাহজাদা। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে আদালতে তোলা হলে ১৩ মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
জরুরি ভিত্তিতে সেনাকর্মী নিয়োগ (Impersonating Army Major)
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম শেখ শাহাজাদা (Impersonating Army Major)। সে গার্ডেনরিচের বাসিন্দা। সম্প্রতি শাহাজাদাদের চক্র অনলাইনে বিজ্ঞাপন দেয়। জানায়, জরুরি ভিত্তিতে সেনাবাহিনীতে নিয়োগ শুরু হয়েছে। এই ফাঁদে পা দেন উত্তরপ্রদেশের এক যুবক। সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনে দেওয়া একটি মোবাইল নম্বরে ওই যুবক ফোন করেন। তাঁকে বলা হয়, কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনার জেরে ইস্টার্ন কম্যান্ড জরুরি ভিত্তিতে সেনাকর্মী নিয়োগ করছে। তাই তাঁকে কলকাতায় আসতে হবে। শহরে আসার পরই তাঁকে বলা হয় যে, সেনাকর্তারা নিজেদের কোটায় নিয়োগ করছেন। সেইমতো দুই ভুয়ো সেনাকর্তা তথা কর্নেল ও মেজর সেজে, রীতিমতো সেনা ইউনিফর্ম পরে ওই যুবকের সামনে এসে নিজেদের জাল পরিচয় দেয়।
হোয়াটসঅ্যাপে নিয়োগপত্র পাঠানো হয় (Impersonating Army Major)
টেলিগ্রাম মারফত উত্তরপ্রদেশের ওই বাসিন্দার শাহজাদার সঙ্গে পরিচয় হয়। তিনি মেসেজ পান সেনাবাহিনীতে প্রচুর নিয়োগ হবে। তখন সেই মেসেজ পেয়ে শাহজাদার সঙ্গে যোগাযোগ করেন (Impersonating Army Major)। যখন তিনি টাকা দিতে কলকাতায় এসেছিলেন তখন তাঁকে কলকাতার ফোর্ট উইলিয়াম লাগোয়া এলাকায় যেতে বলা হয়। সেখানে পৌঁছে তিনি দেখেন গাড়ি নিয়ে সেনার পোশাকে এক ব্যক্তি হাজির হন। তাঁর বুকে ব্যাজ ছিল। তাতে লেখা ছিল মেজর। আরও তিনজন তাঁর সঙ্গে ছিলেন। জানা গিয়েছে, টাকা নেওয়ার পর মেডিক্যাল শেষে ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপে নিয়োগপত্র পাঠানো হয়। তা দেখে সন্দেহ হয় ওই ব্যক্তির। এরপর তিনি হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: Jammu and Kashmir Terror Attack : কাশ্মীরের জেলগুলিতে জঙ্গি হামলার আশঙ্কা, সতর্কতা জারি করল সিআইএসএফ
টাকা নিতে এসেই পুলিশের জালে
শনিবার রাতে টাকা দেওয়ার নাম করে হেস্টিংস থানা এলাকায় আসতে বলা হয় প্রতারকদের। তৈরি ছিল পুলিশও। সেই টাকা নিতে এসেই পুলিশের জালে ধরা পড়ে শাহজাদা। রবিবার শুনানির শেষে এজলাস থেকে কোর্ট লক আপে নিয়ে যাওয়ার সময়ে আদালত কক্ষেই অসুস্থ বোধ করে শাহজাদা। জানা যাচ্ছে ধৃতকে আদালতে তোলা হলে ১৩ মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।