ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি স্টার প্লাস (Star Plus ) তাদের শো (Prosenjit Chatterjee) ‘কভি নিম নিম কভি শহেদ শহেদ’ (Kabhi Neem Neem Kabhi Shahad Shahad) ধারাবাহিক ঘোষণা করার জন্য একটি বিশাল সংবাদ সম্মেলনের আয়োজন করে। এই ধারাবাহিকের মাধ্যমে হিন্দি জগতে প্রযোজক হিসেবে পা রাখলেন টলিউডের (Tollywood ) আইকনিক তারকা প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee) । যিনি কয়েক দশক ধরে বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ। এবার হিন্দিতেও তাঁর প্রযোজনা একটা বড় মাইল ফলক রচনা করতে চলেছে। সম্প্রতি তিনি সাংবাদিকদের সঙ্গে এই ধারাবাহিকের গল্পের প্রতি তাঁর আবেগ ভাগ করে নিয়েছেন।
শুরু প্রসেনজিতের নতুন অধ্যায় (Prosenjit Chatterjee)
গতকাল অর্থাৎ একুশে এপ্রিল প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) একটি ছোট্ট ভিডিও অনুরাগীদের সাথে ভাগ করে নেন। যেখানে তাঁকে দেখা যায়, ‘ কাভি নিম নিম কভি শহেদ শহেদ’ ধারাবাহিকের নায়ক নায়িকার সাথে। ভিডিওটি পোস্ট করে ইনস্টাগ্রামে প্রসেনজিৎ লেখেন, ” দেখুন কথা এবং ইউভিকে। দুটি হৃদয়, দুটি পৃথিবী এবং একটি অবিস্মরণীয় যাত্রা। এমন একটি গল্পের জন্য সাথে থাকুন। যা আপনাকে হাসাতে কাঁদাতে এবং আবার প্রেমে বিশ্বাসী করাবে। এই সঠিক উপস্থাপন করতে পেরে গর্বিত। একটি নতুন অধ্যায় শুরু হল।”
‘কথা’র হিন্দি রিমেক (Prosenjit Chatterjee)
বহুদিন আগেই শোনা গিয়েছিল, খুব শীঘ্রই প্রসেনজিতের (Prosenjit Chatterjee) প্রযোজনা সংস্থা সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে’র ‘কথা’র হিন্দি রিমেক করতে চলেছে। কিছু দিন আগে প্রোমো প্রকাশ্যে আসতেই রীতিমত হইচই পড়ে যায়। এই নতুন ধারাবাহিকে কথা এবং এভিকে তো অবশ্যই দেখতে পাবেন। কিন্তু থাকবেন না সুস্মিতা এবং সাহেব। অভিনয় করছেন কুমকুম ভাগ্য খ্যাত আবরার কাজী (Abrar Qazi) এবং আফিয়া তয়বালি (Afiya Tayebali)। ধারাবাহিকটি একুশে এপ্রিল থেকে শুরু হয়েছে।
আরও পড়ুন: Sonu Nigam: সোনু নিগমের নামে ভুয়ো তথ্য, ধরে ফেললেন হাতেনাতে! নিচ্ছেন কড়া পদক্ষেপ
প্রোমোতে ‘কথা’র গোবর প্রসঙ্গ
প্রোমোতে দেখা যায়, নায়িকা সূর্যমুখী ফুলকে দেখে বলছে সুপ্রভাত। বাগানের একের পর এক গাছের যত্ন নিচ্ছে। তারপরেই রীতিমত চটকদার ভঙ্গিতে এন্ট্রি হয় নায়কের। সে বেশ বড়লোকের ছেলে। নায়িকার সঙ্গে ধাক্কা লাগে। তার তারপর চলে আসে গোবর প্রসঙ্গ। এবার দেখার, এই হিন্দি ধারাবাহিক কোন পথে এগোয়। সেটা ক্রমশ প্রকাশ্য।
হিন্দি প্রযোজনায় প্রসেনজিৎ
বাংলা টেলিভিশনের একাধিক সফল প্রযোজক কিন্তু ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছেন হিন্দি ধারাবাহিকে। স্নেহাশীষ চক্রবর্তী, শৈবাল ব্যানার্জি, লীনা গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই। তাঁরা সফলতাও পেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল প্রসেনজিতের নাম। বহুদিন ধরেই বাংলা ধারাবাহিক প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ‘কথা’ ছাড়াও ছোট পর্দায় চলছে তাঁর প্রযোজিত ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিক।