ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিকষ কালো রং, আর তার সাথে বাঙালি সাজের জৌলুস। এই দুইয়ের মিলেমিশে একদম পারফেক্ট সাজে টলিউড স্টার প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। হাঁটলেন মুম্বাইয়ের (Mumbai) নামি ফ্যাশন শো’য়ে (Fashion show)। এই লুকে অভিনেতাকে দেখে রীতিমত মুগ্ধ দর্শকরা। বাঙালির ইমেজের সঙ্গে যেন একাকার হয়ে গিয়েছে ‘কাকাবাবু’র লুক। প্রতিটি পদক্ষেপ থেকে শুরু করে মুখের এক্সপ্রেশন, আভিজাত্যে ভরপুর। প্রশ্ন উঠছে, তবে কি এবার তাঁকে দেখা যাবে ফ্যাশন মঞ্চে ?
প্রসেনজিতের লুকে মুগ্ধ টলিউড (Prosenjit Chatterjee)
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে “খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার”। যেখানে রীতিমত ঝড় তুলেছে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) এবং জিতের জুটি। প্রসেনজিৎকে দেখা যাচ্ছে রাজনীতিবিদের চরিত্রে। তার মাঝেই ফ্যাশন শো’য়ের মঞ্চে নতুন রূপে দেখা গেল অভিনেতাকে। প্রসেনজিতের হাঁটার স্টাইল এবং মুখের মৃদু হাসি দেখে মুগ্ধ টলিউড তারকারাও। শুভশ্রী গাঙ্গুলী লিখলেন, ‘উফ’। মনামী ঘোষ লিখলেন ‘আমেজিং’।
টলিউডের নবাব প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)
এক অনুরাগীর কথায়, “প্রসেনজিৎ টলিউডের স্টাইলিশ আইকন। তিনি মেগাস্টার।” আবার এক অনুরাগী বললেন,” তিনি রয়েল বেঙ্গল টাইগার।” দীর্ঘ কয়েক দশক টলিউডে রাজত্ব করছেন। কিন্তু এখনও অভিনেতার জায়গা চির অটুট। প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) যে এখনও বহু অনুরাগীর কাছে স্বপ্নের পুরুষ, তা বলে দিচ্ছে তাঁর ইনস্টাগ্রামের কমেন্ট বক্স। এক অনুরাগীর মতে, “প্রসেনজিৎ টলিউডের নবাব। আরও একবার বাংলা তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মুখ উজ্জ্বল করলেন তিনি।”
আরও পড়ুন: Aparajita-Debchandrima: নতুন সম্পর্কের রসায়নে অপরাজিতা-দেবচন্দ্রিমা! দেখা যাবে কোন ছবিতে?
চিত্তাকর্ষক সাজ
গত বৃহস্পতিবার মুম্বাইয়ের প্রথম সারির প্রসাধনী প্রস্তুতকারক সংস্থার ফ্যাশন শো ছিল তারকা খচিত। সেখানেই পুরোপুরি বাঙালিয়ানার সাজে দেখা গিয়েছে প্রসেনজিৎকে। তাঁকে সাজিয়েছেন পোশাক শিল্পী অভিষেক রায়। পোশাকের রং এক্কেবারে নিকষ কালো। কিন্তু মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ছিল আভিজাত্যের ঝলকানি। যখন অভিনেতা মঞ্চের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে গেলেন, কোথাও যেন দর্শকদের মনে ভেসে এল, অতীতের সেই বাবু সংস্কৃতির কথা। ধুতি-জামদানি পাঞ্জাবি আর তার উপর স্যাটিনের জারদৌসি কাজের কোর্ট। ‘বুম্বাদা’র এই লুক যে ভীষণ চিত্তাকর্ষক, তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: Love and War: বনশালির নতুন মাস্টারপিস, পুজোর কলকাতায় জমবে আলিয়া-ভিকির প্রেম!
বলিউডে প্রসেনজিতের রাজত্ব!
শুধু টলিউডে নয়, এবার প্রসেনজিতের রাজ চলছে বলিউডেও। সম্প্রতি তাঁর অভিনীত সিরিজ যে রীতিমত ধামাকা দেখাচ্ছে, তা বলাই বাহুল্য। এবার শোনা যাচ্ছে, বাংলা ধারাবাহিকের পাশাপাশি তিনি প্রযোজনা করতে চলেছেন হিন্দি ধারাবাহিকও।