ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশে (Bangladesh ) ময়নার (Puber Moyna) বাড়িতে গিয়ে একের পর এক বিপদে রোদ্দুর (Raddur)। ময়না আর রোদ্দুরের পিছনে ঘুরে বেড়াচ্ছে, রাজারামের (Rajaram) গুন্ডারা। সেই গুন্ডাদের হাত থেকে বাঁচতে, ছদ্মবেশ ধারণ করতে হয়েছে ময়না আর রোদ্দুরকে।
এভাবে আর কদিন? (Puber Moyna)
কিন্তু এভাবে আর ক’দিন? যত্রতত্র এভাবে পালিয়ে কদিনই বা বাঁচতে পারবে, ময়না আর রোদ্দুর (Puber Moyna)? তাও আবার রাজারামের মতো কুখ্যাত গুণ্ডার হাত থেকে? ছদ্মবেশে ঘুরতে ঘুরতে তারা হঠাৎ হাজির হল, এক জমিদার বাড়িতে। সেই জমিদার বাড়ির পাশেই বটগাছে শুরু হয়েছে ভূতের উপদ্রব। আসল সত্যিটা ফাঁস করতে চলেছে, ময়না আর রোদ্দুর। পুবের ময়না ধারাবাহিকে আগামী পর্বে সেটাই দেখতে চলেছেন।
টানটান উত্তেজনা (Puber Moyna)
জি বাংলার পুবের ময়না (Puber Moyna) ধারাবাহিকে এখন টানটান উত্তেজনা। রোদ্দুরের ভূমিকায় অভিনয় করছেন, গৌরব রায় চৌধুরী (Gourab Roy Choudhary)। ময়নার ভূমিকার অভিনয় করছেন ঐশানি দে (Aishani Dey)। ধারাবাহিক অনুযায়ী, ছদ্মবেশে ঘুরতে ঘুরতে ময়না আর রোদ্দুর হাজির হয়েছে এক জমিদার বাড়িতে। সেখানেই তারা জানতে পারল, জমিদার বাড়ির পাশে একটি বটগাছ রয়েছে। যেখানে ভূতের উপদ্রব। এই ঘটনার সহজ সরল মনে ময়না বিশ্বাস করে নিয়েছে ঠিকই। কিন্তু রোদ্দুরের ডাক্তারি মন তা কিছুতেই বিশ্বাস করছে না। বরং মনের মধ্যে জন্ম দিয়েছে হাজারো প্রশ্ন। ইতিমধ্যেই বিষয়টা নিয়ে রোদ্দুর ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে।
বড় ষড়যন্ত্র
আদৌ ভূতের উপদ্রব? নাকি এর পিছনে কোনও বড় ষড়যন্ত্র রয়েছে? সেই সত্যিটাই এবার সবার সামনে আনবে রোদ্দুর আর ময়না। অপরদিকে রোদ্দুর আর ময়না ভেবেছে, রাজারাম মারা গিয়েছে। তারা রাজারামের হাত থেকে মুক্তি পেয়েছে। তাদেরকে আর রাজারামের ভয়ে পালিয়ে বেড়াতে হবে না। কিন্তু এই ধারণা ভুল। আগামী পর্বগুলোতে আসতে চলেছে, আরও নতুন টুইস্ট। রাজারাম কিন্তু বেঁচে রয়েছে। সে নতুন করে ময়না রোদ্দুরের জীবনে সমস্যা তৈরি করতে পারে।
আরও পড়ুন: Iman Chakraborty: অস্কারের তালিকায় ইমনের নাম, কতটা খুশি স্বামী নীলাঞ্জন?
একে অপরের প্রেমে মশগুল
এই ধারাবাহিকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। ধীরে ধীরে একে অপরের প্রেমে মশগুল হয়ে পড়ছে রোদ্দুর আর ময়না। রোদ্দুর মুখে স্বীকার করছে না ঠিকই। কিন্তু তার চোখমুখের অভিব্যক্তি বলে দিচ্ছে, সে ধীরে ধীরে ময়নারকে ভালোবেসে ফেলছে। আপাতত পুবের ময়নাতে জমিদার বাড়িতে ভূতের কান্ড কারখানাকে কেন্দ্র করে বেশ একটা থ্রিলার থ্রিলার গন্ধ পাওয়া যাচ্ছে। এখানে কিছুটা গোয়েন্দার মতো ভূমিকা পালন করবে রোদ্দুর আর ময়না। এই রহস্য উদ্ধার করতে গিয়ে তারা নতুন করে বিপদে পড়বে না তো? এবার সেটাই দেখার।