ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে এই ঘটনা বিরল। ধারাবাহিক শেষ হয়ে যাবে বলে শুটিং বন্ধ হয়ে গেল (Puber Moyna Upcoming Episode)। সবাই জানল, ‘পুবের ময়না’ (Puber Moyna) খুব শীঘ্রই শেষ হচ্ছে। কিন্তু তেমনটা হল না। বরং দর্শকের ভালোবাসায় আবারও নতুন করে শুরু হল শুটিং। আজ্ঞে হ্যাঁ। দর্শকদের অনুরোধে আবারও এই ধারাবাহিকের টিম, প্রোডাকশন হাউস এবং চ্যানেল সিদ্ধান্ত নিয়েছে ‘পুবের ময়না’ এত শীঘ্রই শেষ হচ্ছে না। তাহলে কি গল্পে নতুন মোড় আসতে চলেছে? নতুন ভাবে শুটিং শুরু হয়েছে, মানে গল্পেও আসবে নতুন টুইস্ট। তবে সেটা এখন সিক্রেট। রোদ্দুর আর ময়নার প্রেম কাহিনী যে নতুন করে জমবে, তা বলাই বাহুল্য।
ব্যতিক্রম ‘পুবের ময়না’ (Puber Moyna Upcoming Episode)
সাম্প্রতিক সময়ে টিআরপি ধরে রাখাটা একটা বড় ফ্যাক্টর (Puber Moyna Upcoming Episode)। বহু ধারাবাহিক আছে, তিন মাস কখনও বা ছয় মাস পেরোতে না পেরোতেই বন্ধ হয়ে যায়। কখনও বা ভালো গল্পের অভাবে, কখনও বা টিআরপি না পাওয়ার কারণে। ‘পুবের ময়না’ ধারাবাহিকের বয়স কিন্তু বেশি নয়। মাত্র ছয় মাস পেরোতেই খবর পাওয়া গিয়েছিল, গত ২৪ ডিসেম্বর শেষ দিনের শুটিং হয়েছে। কাহিনী শেষের পথে। রোদ্দুর এবং ময়না বাংলাদেশ থেকে কলকাতায় ফিরে এসেছে। ময়নাকে মেডিকেল কলেজে ভর্তি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে রোদ্দুর। অপরদিকে গুঞ্জার মুখোশ খুলেছে। রোদ্দুর বুঝে গিয়েছে, গুঞ্জা আর যাই হোক, তাকে ভালোবাসে না। তার প্রকৃত ভালোবাসা ময়না।
নিজের জায়গা ধরে রাখল (Puber Moyna Upcoming Episode)
দর্শক ভেবেছিল, এবার ময়না আর রোদ্দুরের মিলন দিয়ে ধারাবাহিক শেষ হবে (Puber Moyna Upcoming Episode)। কিন্তু এমনটা হবে, তারা ভাবতেও পারেননি। তবে ধারাবাহিক শেষ হচ্ছে বলে, মন খারাপ ছিল অনেকের। এই ধারাবাহিকটি দুই বাংলার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এমনকি এও শোনা যাচ্ছিল, জি বাংলায় যেহেতু নতুন ধারাবাহিক ‘তোমাকে ভালোবেসে’ আসছে, তাই ‘পুবের ময়না’র উপর একটা বড় কোপ পড়তে চলেছে কিন্তু কোথায় কি! এমনটা কিচ্ছু হল না। নতুন ধারাবাহিক অবশ্যই রয়েছে। কিন্তু ‘ পুবের ময়না’ও তার নিজের জায়গাটা ধরে রাখল।
আরও পড়ুন: Rubel Das: নিম ফুলের মধু-র সেটে আইবুড়ো ভাত খেলেন রুবেল, দেখুন এক্সক্লুসিভ ছবি
এভাবেও ফিরে আসা যায়
প্রসঙ্গত এই ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকে একাধিকবার শোনা গিয়েছিল, শেষ হতে চলেছে। কিন্তু শেষ হয়নি। তবে এভাবে যে আবার ফিরে আসা যায়, এমনটা এই ধারাবাহিকের অনুরাগীরা ভাবতেও পারেননি। আপাতত দেখা যাচ্ছে, বাড়ি সাজিয়ে ময়নার জন্য গ্র্যান্ড ওয়েলকামের ব্যবস্থা করেছে রোদ্দুর। অপরদিকে বাবার সাথে মিলে রোদ্দুর আর ময়নাকে বিপদে ফেলার চেষ্টা করত গুঞ্জা, সে এখন বাবার কাছে চড় খাচ্ছে।
আরও পড়ুন: Yash in Toxic: জন্মদিনে টক্সিক যশ, রাতপার্টি আর মায়াবী নারীতেই কাটছে সময়!
ঐশানির পোস্ট
এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন গৌরব রায়চৌধুরী (Gourab Roy Choudhary) এবং ঐশানি দে (Aishani De) । ঐশানি সোস্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, শুটিং সেটে খুনসুটি করছেন গৌরবের সঙ্গে। বড়দিনে মন খারাপ ছিল এই ধারাবাহিকের কলাকুশলীদের। শুটিং শেষ হওয়ার কারণে। অথচ এই ধারাবাহিকের গল্প একটু অন্যরকম। জুটিও নতুন। সেই ইউএসপি হয়ত কাজ করে গেল। এবার দেখার, গল্পে নতুন কোন টুইস্ট আসে। ‘পুবের ময়না’ যেভাবে কামব্যাক করল, এমনটা বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে একেবারে বিরল ঘটনা।