ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহালয়া থেকেই কলকাতা জুড়ে ঠাকুর দেখার ভিড় চোখে পড়ার মতো। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার বড় বড় পুজোমণ্ডপ ঘিরে প্রতিবছরই মানুষের মনে একটা অন্যরকম উত্তেজনা থাকে। সেই নামী পুজোগুলি তালিকায় প্রথমের দিকেই রয়েছে দক্ষিণ কলকাতার কালীঘাট মিলন সংঘ। এই বছরে পদার্পণ করেছে ৮১ তম বর্ষে। কালীঘাট মন্দিরের উলটোদিকের মিলন সংঘের এবছরের ভাবনা ‘মানতপুরী’।
মন্দিরে ঢিল বাঁধা, মাজারে গিট বাঁধার রেওয়াজ বহু বছর ধরে চলে আসছে। মন্দিরের বাইরে গাছের ডালেও ভক্তরা মানত করে ঢিল বাঁধেন। সেই ধর্মীয় আবেগ এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে কালীঘাট মিলন সংঘ তাদের থিম ‘মানতপুরী’ সাজিয়ে তুলেছে। মণ্ডপে মধ্যে প্রবেশ করলেই মনে হবে দেবী মহামায়ায় আবাসনে চলে এসেছি। যেখানে লক্ষ লক্ষ ভক্ত মানত করে আসছেন বহু বছর ধরে। ভক্তের সেই মনোবাসনা পূরণ করে চলেছেন অধিষ্ঠাত্রী দেবী দশভূজা।
পুরোনো আমলে বিভিন্ন মন্দিরে দেখা যায় কেউ ঘণ্টা বাঁধেন, কেউ ঢিল বেঁধে সাধারণ মানুষ তাদের মনস্কামনা পূরণ করেন। এই চিন্তাভাবনা মাথায় রেখেই চব্বিশের পরিকল্পনা কালীঘাট মিলন সংঘের। বালুরঘাট থেকে আনা হয়েছে সাড়ে ছয় হাজার বাঁশ, সারা বাংলা থেকে এসেছে পুজোর উপকরণ। পাঁচ হাজার বাল্বের সাজ, লক্ষাধিক পাথরের ঢিল, আর লাল বেনারসির টুকরোতে সেজে উঠেছে কালীঘাটের মিলন সংঘের মণ্ডপ। পাশাপাশি, মণ্ডপের ভেতরে দেবী দুর্গার সাবেকি সাজ। ডাকের সাজে সেজে উঠেছে মহামায়া।