ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিল্লি দখলের পর বিজেপির এবার নজর পড়েছে আম আদমি পার্টি(Punjab AAP) শাসিত পাঞ্জাবের দিকে। পাঞ্জাবে গুরুতর অভিযোগ উঠেছে আপ সরকারের বিরুদ্ধে। প্রায় ২ বছর ধরে অস্তিত্বহীন একটি বিভাগ পরিচালনার জন্য বিতর্কে জড়িয়েছে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সরকার। সরকারের পঞ্চম গুরুত্বপূর্ণ মন্ত্রী। অথচ দপ্তরহীন। কিন্তু সেই মন্ত্রীর বিরুদ্ধেই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। প্রতিবছর বাজেটে এই দপ্তরের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়। তা প্রকাশ্যে আসতেই সরগরম পঞ্জাব। তিনি বর্ষীয়ান আপ নেতা ও গুরুত্বপূর্ণ মন্ত্রী কুলদীপ সিং ঢালিওয়াল। তিনি এমন একটি দপ্তরের দায়িত্ব পালন করছেন যার কোনও অস্তিত্ব নেই।
দিল্লিতে আপের বিরুদ্ধে বিজেপি (Punjab AAP)
পাঞ্জাবের(Punjab AAP) মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সরকার ২০ মাস পর আবিষ্কার করল যে, তাদেরই এক মন্ত্রী এমন একটি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যে দপ্তরের কোনও অস্তিত্বই নেই। আর তা নিয়ে দুর্নীতির অভিযোগে দিল্লিতে আপের বিরুদ্ধে বিজেপির মধ্যে নতুন উদ্দীপনা জেগে উঠেছে। ২১ ফেব্রুয়ারি পাঞ্জাব সরকার এক গেজেট বিজ্ঞপ্তিতে স্বীকার করেছে যে, বর্ষীয়ান আপ নেতা ও গুরুত্বপূর্ণ মন্ত্রী কুলদীপ সিং ঢালিওয়ালের হাতে থাকা প্রশাসনিক সংস্কার নামে কোনও দপ্তরের অস্তিত্বই নেই। যার ফলে ঢালিওয়াল বর্তমানে কেবলমাত্র রাজ্যের অনাবাসী ভারতীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী।
দপ্তরের কোনও অস্তিত্বই নেই (Punjab AAP)
গত ৭ ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল আগের মন্ত্রিসভার রদবদলে সম্মতি দিয়েছেন। ঢালিওয়ালকে প্রথমে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর দেওয়া হয়েছিল। কিন্তু, ২০২৩ সালের মে মাসে মন্ত্রিসভা রদবদলের সময় তা কেড়ে নেওয়া হয়। তাঁর হাতে ছিল এনআরআই বিষয়ক দপ্তর ও প্রশাসনিক সংস্কার দপ্তর। বর্তমানে এই দুই দপ্তরের কোনও অস্তিত্বই নেই। ২০২৪ সালের ক্যাবিনেট রদবদলের সময়েও তাঁকে এই দপ্তরের দায়িত্বে রেখেছিল আপ সরকার(Punjab AAP)।
আরও পড়ুন: AICC Special Conference: আমেদাবাদের বিশেষ অধিবেশনের ডাক কংগ্রেসের, কবে হবে অধিবেশন?
কংগ্রেসও আপের বিরুদ্ধে সরব
বিষয়টি সামনে আসতেই ভগবন্ত মান সরকারের(Punjab AAP) এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, যে তিনি ২০ মাস ধরে এমন একটি বিভাগ পরিচালনা করে আসছেন যার অস্তিত্বই ছিল না। এই ধরনের ঘটনা কেবল আপ সরকারের নেতৃত্বেই ঘটতে পারে। কংগ্রেসও আপের বিরুদ্ধে সরব হয়েছে। এবিষয়ে কংগ্রেস সাংসদ অমরিন্দর সিং রাজা ওয়ারিং বলেন, ‘আমি অবাক যে কুলদীপকে এমন একটি মন্ত্রক দেওয়া হয়েছে যার অস্তিত্বই ছিল না। তাহলে তিনি কেন পদত্যাগ করলেন না? এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। আপ কীভাবে সরকার চালাচ্ছে?’
‘পাঞ্জাবকে বাঁচাতে এখানে আছি’
ঢালিওয়াল বর্তমানে কেবলমাত্র রাজ্যের অনাবাসী ভারতীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। রবিবার সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল বলেছেন, ‘সরকার এখন বিভাগটি বাতিল করে দিয়েছে। আমরা সবাই পাঞ্জাবকে বাঁচাতে এখানে আছি। আমার কাছে বিভাগ গুরুত্বপূর্ণ নয়, পাঞ্জাব গুরুত্বপূর্ণ। এই বিভাগটি আছে কি নেই, তা আমাদের এজেন্ডা নয়।’