ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সিবিএসই, আইসিএসই, আইবি কিংবা রাজ্য বোর্ড(Punjab) যাই হোক না কেন, সব বোর্ডের সিলেবাসেই দশম শ্রেণির বিষয়ের মধ্যে পাঞ্জাবি থাকতেই হবে। এমনই নির্দেশ জারি করেছে পাঞ্জাব সরকার। এর পিছনে রয়েছে সিবিএসই-র নয়া বিজ্ঞপ্তি। বলা হয়েছে দশম শ্রেণির পরীক্ষায় থাকতেই হবে পাঞ্জাবি ভাষা।
দশম শ্রেণির পরীক্ষা দুই বারে (Punjab)
গত মঙ্গলবার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, ০২৬-২৭ শিক্ষাবর্ষে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা দুই বারে নেওয়া হবে। কিন্তু সেই নির্দেশিকাতেই পড়ুয়াদের হিন্দি ও ইংরিজি পড়া বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু সেই সঙ্গেই ‘স্থানীয় ও বিদেশ ভাষার গ্রুপে’ও রাখা হয়নি পাঞ্জাবি ভাষাকে(Punjab)।
আরও পড়ুন: Kashmir Snowfall: ভারী তুষারপাতে জম্মু ও কাশ্মীরে ব্যহত যান চলাচল, তাপমাত্রা নামছে লেহ-তেও
দশম শ্রেণিতে পাঞ্জাবি পড়াতে হবে (Punjab)
পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হজরত বেইনস প্রশ্ন তোলেন এর বিরুদ্ধে। আর তারপরই জারি করা হল নির্দেশিকা। তাতে বলা হয়েছে পাঞ্জাবের সমস্ত বোর্ডকেই দশম শ্রেণিতে পাঞ্জাবি পড়াতে হবে। এবং সেটাও প্রধান বিষয় হিসেবেই। একে ‘স্থানীয় ও বিদেশ ভাষার গ্রুপে’ও রাখা যাবে না। অন্যথায় বৈধতা পাবে না শংসাপত্র। বোর্ডের পরীক্ষায় কেন্দ্র ও রাজ্য দুইয়েরই নিয়ন্ত্রণ থাকে। সুতরাং তার নিয়মাবলী দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রেই এক। সুতরাং এই বিজ্ঞপ্তি মানা বাধ্যতামুলক।