ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরে মঙ্গলবার ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয় এক যুবকের গতিবিধি দেখে (Puri Jagannath Temple)। মন্দিরের ভিতরে বেশ কিছুক্ষণ ধরে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করছিলেন তিনি। সন্দেহ হওয়ামাত্র তাঁকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য খবর দেওয়া হয় পুলিশকে।
ধৃত যুবকের নাম অভিশিত কর। তিনি ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের বাসিন্দা। তাঁর চোখে থাকা চশমা থেকেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
‘স্পাই চশমায়’ লুকানো ছিল ক্যামেরা (Puri Jagannath Temple)
অভিশিতের চোখে থাকা চশমাটি সাধারণ চশমার মতো দেখালেও, সেটি আদতে ছিল ‘রে-ব্যান মেটা ওয়েফার’ নামের একটি স্মার্ট চশমা (Puri Jagannath Temple)। এই চশমার উপরের কোণে একটি ক্ষুদ্র ক্যামেরা থাকে, যা দিয়ে ছবি ও ভিডিও তোলা যায় এবং সেগুলি ব্লুটুথের মাধ্যমে সরাসরি স্মার্টফোনে পাঠানো যায়। এমনকি, লাইভ স্ট্রিমও সম্ভব এই চশমার মাধ্যমে।
পুরী জেলা পুলিশ সুপার সুশীল মিশ্র সাংবাদিকদের জানান, “চশমার মধ্যে লুকানো একটি ক্যামেরা দিয়ে এক যুবক মন্দির চত্বরে ভিডিও তোলার চেষ্টা করছিলেন। আমরা সেই চশমাটি বাজেয়াপ্ত করেছি এবং তদন্ত শুরু করেছি।”
ভিডিওর উদ্দেশ্য ঘিরে প্রশ্ন (Puri Jagannath Temple)
অভিশিত ঠিক কী কারণে মন্দিরের ভিতরে ভিডিও করছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানায়, এটি নিছক কৌতূহল না কি কোনও ষড়যন্ত্রের অংশ, তা খতিয়ে দেখা হচ্ছে। মন্দিরের নিরাপত্তা এবং ধর্মীয় সংবেদনশীলতা বিবেচনা করে এই ধরনের ঘটনা অত্যন্ত গুরুতর বলে মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Tmc Meghalaya : মেঘালয়ে বিধায়কের দলবদলে বিরোধী দলের তকমা হারাবে তৃণমূল?
জগন্নাথ মন্দিরে কড়া নিয়ম, সত্ত্বেও চমকে দেওয়া চেষ্টায় উদ্বেগ (Puri Jagannath Temple)
উল্লেখযোগ্যভাবে, জগন্নাথ মন্দিরের ভিতরে মোবাইল, ক্যামেরা বা অন্য কোনও রেকর্ডিং ডিভাইস নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। মন্দিরের প্রবেশপথেই তা বোর্ডে স্পষ্ট ভাবে লেখা রয়েছে। তা সত্ত্বেও, প্রযুক্তির সাহায্যে এই ধরনের নজিরবিহীন ভিডিও রেকর্ডিংয়ের চেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

আরও পড়ুন: Nisar Satellite Launch : জিএসএলভি-মার্ক II রকেটে উৎক্ষেপণ করা হল নিসার উপগ্রহ
ধর্মীয় স্থানে প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ (Puri Jagannath Temple)
এই ঘটনার পর নিরাপত্তা খাতে প্রযুক্তির অপব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে (Puri Jagannath Temple)। প্রযুক্তি যেমন আধুনিকতা ও সুবিধার প্রতীক, তেমনই তা সচেতনতার অভাবে এবং দুষ্টচক্রের হাতে বিপজ্জনক হয়ে উঠতে পারে। পুলিশ অভিশিতের চশমা ও ফোন পরীক্ষা করে দেখছে, আদৌ কোনও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না।
পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে আরও কঠোর নজরদারির সিদ্ধান্ত নিতে চলেছে বলে সূত্রের খবর।