Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৯ জুন সন্ধ্যায় রবীন্দ্র সদনে (Rabindra Sadan) অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্রোৎসব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) অনন্ত সৃষ্টি ধারাকে আশ্রয় করেছিল এই নিবেদন। এটি একটি বিশেষ সংস্কৃতি অনুষ্ঠান।
নিজস্ব শৈলীতে উপস্থাপন (Rabindranath Tagore)
এই অনুষ্ঠানে কবিগুরুর (Rabindranath Tagore) কবিতা, সংগীত ও নাট্য ভাবনার এক অভিনব মেলবন্ধন ঘটে। অনুষ্ঠানে প্রথম পর্বের নাম ছিল ‘প্রাণের মানুষ’। এই পর্বে অংশগ্রহণ করেছিলেন ব্রততী বন্দোপাধ্যায়,পূর্ণিমা ঘোষ, প্রমিতা মল্লিক ,শাশ্বতী গুহ ঠাকুরতা ও উপালী চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের সৃষ্টিকে অবলম্বন করে শিল্পীরা তাঁদের নিজস্ব শৈলীতে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। এক অভিনব ও হৃদয়েরস্পর্শী মঞ্চ পরিকল্পনার মাধ্যমে পরিবেশিত হয় এই অনুষ্ঠান।
রবীন্দ্র ভাবনার আধুনিক ব্যাখ্যা (Rabindranath Tagore)
অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বের নাম ছিল ‘পরিবর্তন প্রবর্তন’ (Rabindranath Tagore)। এই পর্বে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ও নৃত্যনাট্য অবলম্বনে একটি মৌলিক উপস্থাপনা। অংশগ্রহণ করেছিলেন মৌনিতা চট্টোপাধ্যায়, সৃজন চট্টোপাধ্যায়। এছাড়াও একটি বৃহৎ নৃত্যদল ও সুর সমন্বিত কোরাসের সহযোগিতায় মঞ্চস্থ হয় এই পরিবেশনাটি। পরিবর্তন ও নবজাগরণের ভাবনাকে কেন্দ্র করে নির্মিত এই নৃত্যনাট্য রবীন্দ্র ভাবনার আধুনিক ব্যাখ্যা প্রকাশ পায়। যা দর্শকদের চেতনায় প্রবল নাড়া দেয়। এই প্রযোজনাটির মাধ্যমে দর্শককে মন্ত্রমুগ্ধ করেছেন মৌনিতা চট্টোপাধ্যায় এবং সৃজন চট্টোপাধ্যায়। মুগ্ধ করে সৃজনের উদাত্ত কণ্ঠে রবীন্দ্র গান এবং মৌনিতার মর্মস্পর্শী বাচিক উপস্থাপনা। আলোকসজ্জা, আবহসংগীত ও নৃত্যনাট্যের অপূর্ব সামঞ্জস্য সৃষ্টি হয় এক অনন্য অনুষ্ঠান। এক কথায় এই প্রথমবার এমন একটি ব্যতিক্রমী প্রযোজনা মঞ্চস্থ হল কলকাতায়।
আরও পড়ুন: Anirban Bhattacharya: প্রতিবাদের জন্যই খেসারত দিচ্ছেন অনির্বাণ? বয়কটের বিরুদ্ধে জারি লড়াই!
উপস্থিত সমাজের বিশিষ্টজনেরা
অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সমাজ ও সংস্কৃতি জগতে বিশিষ্টজনেরা। যেমন দেবাঞ্জন দেব, চেয়ারম্যান, সহায় ফাউন্ডেশন। এছাড়াও ছিলেন প্রবাদপ্রতিম সংগীত শিল্পী হৈমন্তী শুক্লা, চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ্য কর দপ্তরের আধিকারিক মনামী বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ডক্টর আব্দুস সালাম, বিশিষ্ট শিল্পপতি প্রকাশ রঞ্জন শ্রীবাস্তব প্রমুখেরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।
আরও পড়ুন: Jaya Ahsan: কলকাতায় জয়ার জন্মদিন সেলিব্রেশন, ঘটালেন অদ্ভুত কাণ্ড!
আসছে নতুন অ্যাপ
এই দিনের অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘ঝলক’ নামে একটি নতুন বাংলা ইনফোটেইনমেন্ট অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন। প্রকাশ রঞ্জন শ্রীবাস্তব ,রাকেশ রঞ্জন শ্রীবাস্তব ও দেবাঞ্জন দেবের মেধা ও পরিকল্পনায় নির্মিত এই বাংলা অ্যাপটি। যা বাংলা ওটিটি জগতের প্রেক্ষাপটে আমূল বদল আনতে সক্ষম হবে বলে সকলের বিশ্বাস। তবে খবর, বিনোদন এবং একগুচ্ছ নতুন চিন্তাভাবনা কনটেন্ট এর মাধ্যমে ‘ঝলক’ হয়ে উঠবে এক সম্পূর্ণ প্ল্যাটফর্ম।