ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাবার গুলিতে টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে(Tennis Academy)। ঘটনার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছিল, রাধিকার নিজস্ব টেনিস অ্যাকাডেমি রয়েছে। আর সেই অ্যাকাডেমি নিয়েই বাবা এবং মেয়ের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রাধিকার নিজস্ব কোনও অ্যাকাডেমিই ছিল না।
রাধিকা যাদবের নিজস্ব অ্যাকাডেমি নেই (Tennis Academy)
তদন্তে নেমে গুরুগ্রাম পুলিশ জানতে পেরেছে, রাধিকার নিজস্ব কোনও অ্যাকাডেমি ছিল না(Tennis Academy)। ছোট ছোট ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এক এক জায়গায় টেনিস কোর্ট ভাড়া নিতেন। আর তাতেই আপত্তি ছিল রাধিকার বাবা দীপক যাদবের।তদন্তকারী এক আধিকারিক বলেন, ‘রাধিকার নিজস্ব কোনও অ্যাকাডেমি নেই। টেনিস কোর্ট ভাড়া নিয়ে প্রশিক্ষণ দিতেন। দীপক তাঁকে অনেক বার এই প্রশিক্ষণের বিষয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু রাধিকা বাবার সেই আপত্তি কানে তোলেননি। আর এখান থেকেই বাবা-মেয়ের সম্পর্কের টানাপড়েনের সূত্রপাত।’

খুনের সঙ্গে মিউজিক ভিডিওর সম্পর্ক? (Tennis Academy)
তবে রাধিকার পুরনো যে মিউজিক ভিডিও প্রকাশ্যে এসেছে, তাঁর খুনের সঙ্গে এই ভিডিওর কোনও সম্পর্ক নেই(Tennis Academy)। এমনকি দীপক এই ভিডিও নিয়ে কোনও আপত্তি জানাননি। পুলিশ ইনস্পেক্টর বিনোদ কুমার বলেন, ‘২০২৩ সালে ওই ভিডিও আপলোড করা হয়েছিল। খুনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। দীপক বারবার দাবি করেছেন, প্রশিক্ষণ দিয়ে রাধিকা টাকা উপার্জন করুক, এটা তিনি মেনে নিতে পারছিলেন না।’ দীপকের সব ক’টি দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইনস্পেক্টর। দীপক আরও দাবি করেছেন, গত ১৫ দিন ধরে তিনি দোটানার মধ্যে ছিলেন। এমনকি একটা সময় আত্মহত্যার কথাও ভেবেছিলেন। কিন্তু শেষমেশ তা হয়ে ওঠেনি।
আরও পড়ুন-Air India: দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টের পর বাড়তি মন্তব্যে নারাজ এয়ার ইন্ডিয়া! কী বলছে বোয়িং?
পরিকল্পনা করেই মেয়েকে খুন বাবার (Tennis Academy)
তদন্তকারীরা জানাচ্ছেন, দীপক দাবি করেছেন, রাধিকাকে পরিকল্পনা করেই খুন করেছেন(Tennis Academy)।শুধু তাই নয়, এই কাজ যাতে বিনা বাধাতেই করতে পারেন, তার জন্য ছেলেকেও দুধ আনতে দোকানে পাঠিয়ে দিয়েছিলেন। তারপরই মেয়েকে গুলি করেন বলে দাবি দীপকের। কিন্তু এই ঘটনায় রাধিকার মায়ের ভূমিকা পুলিশকে ভাবাচ্ছে।গুরুগ্রাম পুলিশের জনসংযোগ আধিকারিক (পিআরও) সন্দীপ কুমার বলেন, ‘দীপকের কাছে জানতে চাওয়া হয়েছিল মেয়েকে খুনের কথা তাঁর স্ত্রী জানতেন কিনা। তবে দীপক এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে চাননি। বিষয়টি এড়িয়ে যাওয়ারও চেষ্টা করেছেন। তবে মনে হচ্ছে, এই ঘটনা যে ঘটবে মঞ্জু যাদব কিছু একটা আঁচ পেয়েছিলেন।’
বয়ান দিতে অস্বীকার মায়ের (Tennis Academy)
রাধিকার মা মঞ্জু যাদব পুলিশকে বয়ান দিতে অস্বীকার করেছেন(Tennis Academy)। ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। পুলিশের কাছে দাবি করেছেন, তাঁর জ্বর এসেছিল, ঘরে শুয়ে ছিলেন। তাই কিছুই দেখেননি। তদন্তকারীদের একটি সূত্র বলছে, বাড়ির দোতলায় রাধিকাকে গুলি করে খুন করা হয়। ঘটনাচক্রে, দোতলায় রাধিকা, তাঁর বাবা ছাড়াও তাঁর মা ছিলেন। বাড়িতে গুলি চলল। অথচ মঞ্জু কোনও আওয়াজ পেলেন না, বা কিছু জানতে পারলেন না, কেন?রাধিকা খুনের ঘটনায় মঞ্জু যাদবের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। তবে তদন্তকারীদের একাংশের মতে, দীপক শুধু একা নন, এই ঘটনায় পরিবারের অন্য সদস্যেরাও জড়িত থাকতে পারেন।

টেনিস খেলোয়াড় খুন (Tennis Academy)
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাধিকা যাদবকে গুলি করে খুন করা হয়(Tennis Academy)। খুনের অভিযোগ ওঠে তাঁর বাবা দীপক যাদবের বিরুদ্ধে। তাঁকে এক দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এফআইআরে লেখা হয়েছিল, পিছন থেকে তিনটি গুলি করা হয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট বলছে, রাধিকার বুকে চারটি গুলি করা হয়েছে।
