ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শত্রুদের কাঁপুনি ধরাতে এবার জলসীমায় আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় নৌসেনা (Indian Navy)। ফ্রান্স থেকে ২৬টি মেরিন কমব্যাট এয়ারক্রাফ্ট নিয়ে আসছে ভারত (Rafale Marine Aircraft)। এই বিষয়ে চুক্তি সম্ভবত পরের মাসেই হতে চলেছে। সোমবার এমনটাই জানালেন ভারতের নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি (Dinesh Kumar Tripathi)।
অন্তিম পর্যায়ে ‘রাফাল-এম’র আলোচনা (Rafale Marine Aircraft)
সোমবার বার্ষিক নৌসেনা দিবস উপলক্ষে একটি সাংবাদিক বৈঠকে দীনেশ বলেন, ‘‘রাফাল-এম (Rafale-M) সংক্রান্ত আলোচনা এখন অন্তিম পর্যায়ে রয়েছে (Rafale Marine Aircraft)। এখন শুধু এটিকে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে নিয়ে যাওয়ার অপেক্ষা। বেশ কয়েক দফা আলোচনার পর যুদ্ধবিমানগুলির চূড়ান্ত দামও কমানো গিয়েছে। আগামী মাসের মধ্যেই এ নিয়ে রফা হতে পারে।’’
আরও শক্তিশালী ভারত! (Rafale Marine Aircraft)
উল্লেখ্য, ২০১৬ সালে ৩৬ টি রাফাল বিমান ভারতে আসে ফ্রান্স থেকে। সেই বিপুল পরিমাণ রাফাল বিমান কেনার পর এবার এই ২৬ টি রাফাল মেরিন এয়ারক্রাফ্ট (Rafale Marine Aircraft) ভারতের সেনার শক্তিকে আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। তবে এবারে যে রাফাল আসতে চলেছে, তা নিয়ে বেশ কিছু ‘অদল বদল’ নিয়ে অনুরোধ করেছে ভারতীয় নৌসেনা (Indian Navy)। যে অদল বদলের কথা ভারত বলেছে, তার মধ্যে জেট-গুলিতে উত্তম ব়্যাডার লাগানোর কথা বলা হয়েছে। তবে এই উত্তম ব়্যাডার লাগাতে আরও ৮ বছর সময় লাগতে পারে। পাশাপাশি, বিমানগুলিতে দেশীয় কিছু প্রযুক্তি সংযোজনের অনুরোধ করেছে ভারত।
আরও পড়ুন: India Border: সীমান্তে বাড়চ্ছে অনুপ্রবেশ, তড়িঘড়ি ফেন্সিং বিএসএফের
কিভাবে শক্তিশালী হবে ‘রাফাল-এম’?
এই অস্ত্রের মধ্যে রয়েছে ‘রুদ্রম’ এবং ‘অস্ত্র’, যেগুলি যথাক্রমে অ্যান্টি রেডিয়েশন মিসাইল এবং বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ মিসাইল। এই অস্ত্রগুলি রাফাল-এম(Rafale-M) জেটে যুক্ত হলে তা আরও শক্তিশালী হয়ে উঠবে। নৌসেনার শক্তি বাড়াতে ইতিমধ্যেই দেশীয় ভাবে ৬২টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন তৈরি করছে ভারত। আগামী বছরের মধ্যেই নয়া একটি যুদ্ধজাহাজও নৌসেনায় সংযুক্ত হবে বলে মনে করা হচ্ছে।
গত মাসেই যুদ্ধবিমান কেনার পরিকল্পনা
গত মাসেই ফ্রান্স সফরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর সঙ্গে বৈঠকও করেন অজিত। এ ছা়ড়াও ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গেও বৈঠক হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। সেখানেই ভারতীয় নৌসেনার জন্য ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়ে কথা হয় বলে সূত্রের খবর।
সম্প্রতি, রাফাল-এমের নির্মাণকারী সংস্থা দাসো অ্যাভিয়েশন যুদ্ধবিমানগুলির চূড়ান্ত দামের তালিকা জমা করেছে। বিমানগুলির দামেও কিছুটা ছাড় দেওয়া হয়েছে। রাফাল-এম(Rafale-M) যুদ্ধবিমান ছাড়াও স্করপিয়ান শ্রেণির ডুবোজাহাজ এবং মহাকাশ গবেষণা ও সুরক্ষা নিয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা চলছে। রাফাল-এম চলে এলে তা বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এ মোতায়েন করা হতে পারে। বর্তমানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই যুদ্ধজাহাজে রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান ব্যবহার করছে ভারতীয় নৌসেনা। রাফাল হাতে পেলে পুরনো দিনের এই যুদ্ধবিমানগুলিকে অবসরে পাঠাবে নয়াদিল্লি।