ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্ধমানের আউশগ্রামের জঙ্গলে হঠাৎ হাজির ‘রঘু ডাকাত’ (Raghu Dakat Shooting)। সদলবলে রীতিমত ঘোড়া ছুটিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। গ্রামবাসীর কানে আসছে ঘোড়ার পায়ের শব্দ। সেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই প্রশংসায় ভাসছে নেটপাড়া। সম্প্রতি আরেকটি দৃশ্য প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে দেবের লুক। ঘন জঙ্গলে ‘রঘু ডাকাত’ দেব (Dev) কী করছেন? ফাঁস হয়ে গেল তাঁর লুক।
জঙ্গলে ছুটছে ঘোড়া (Raghu Dakat Shooting)
কিছুদিন আগেই কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়া ভীষণ ভাবে ভাইরাল হয় (Raghu Dakat Shooting)। যেখানে দেখা যায় রাতের জঙ্গলে টগবগিয়ে ছুটছে ঘোড়া। আর তার পিঠেই বসে রয়েছেন এক পুরুষ। মাথায় পাগড়ি, মুখ দাড়ি গোঁফে ঢাকা। সেই দৃশ্য দেখতে ভিড় করেছেন স্থানীয়রা। এটি একটি ছবির শুটিং। আর শুটিং করছেন টলিউডের সুপারস্টার দেব। বলার অপেক্ষা রাখে না যে, এটি তাঁর আসন্ন ছবি রঘু ডাকাতের শুটিংয়ের দৃশ্য।
অপেক্ষায় ভক্তরা (Raghu Dakat Shooting)
ছবিটিতে দেব ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইধিকা পাল, রূপা গাঙ্গুলী, অনির্বাণ ভট্টাচার্য সহ অনেককে (Raghu Dakat Shooting)। ছবিতে দেবকে দেখবেন ঘোড়া ছোটাতে। যার কারণে বিগত বেশ কয়েকদিন ধরে তাঁকে প্রশিক্ষণও নিতে হয়েছে। ২০২১ সালে রঘু ডাকাতের ঘোষণা হয়েছিল। অবশেষে অপেক্ষার অবসান ২০২৫ এ। বড় পর্দায় আসতে চলেছে সেই ছবি। দেব ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আরও পড়ুন: Srabanti Chatterjee: বিচ্ছেদে চূড়ান্ত সিলমোহর, পরস্পরের অচেনা হলেন শ্রাবন্তী-রোশন
প্রকাশ্যে দেবের লুক
আউশগ্রামে রঘু ডাকাতের শুটিং চলাকালীন ফাঁস হয়ে গেল কিছু দৃশ্য। রঘু ডাকাতে দেবকে কেমন লুকে দেখা যেতে চলেছে, তা আন্দাজ করতে পারলেন অনুরাগীরা। গাল ভর্তি দাড়ি, মাথায় লম্বা চুল। সাথে আছে পাগড়ি। হাতে মোটা বালা। আলু থালু পোশাকে দেবকে চেনাই দায়! এক ঝলকে দেখে বোঝাই যাচ্ছে না যে তিনি টলিউডের সুপারস্টার।
আরও পড়ুন: Projapoti 2: আবারও দেবের ধামাকা, বিদেশের মাটিতে ‘প্রজাপতি ২’! কী বললেন পরিচালক?
রঘু ডাকাতের পরিচয়
বাংলার বিভিন্ন প্রান্তে রঘু ডাকাত নিয়ে নানান কাহিনী শোনা যায়। ডাকাত সর্দার রঘু ডাকাতি করবেন বলে আগাম বার্তা পাঠিয়ে দিতেন। অনেকেই তাকে তুলনা করতেন রবিন হুডের সঙ্গে। ধনীদের থেকে রঘু ডাকাত টাকা লুট করতেন। তারপর সেই টাকা বিলিয়ে দিতেন অসহায় গরিব মানুষদের মধ্যে ডাকাতি করতে যাওয়ার আগে রঘু ডাকাত কালীপুজো করতেন। রঘু ডাকাতকে নিয়ে এমনই নানান কথিত কথা রয়েছে। আপাতত রঘু ডাকাতের অন্যতম শুটিং স্পট হয়ে উঠেছে আউশগ্রাম। জায়গাটা ভীষণ সুন্দর। রয়েছে ভাঙা জমিদার বাড়ি থেকে শুরু করে আদিবাসী গ্রাম। উপরি পাওনা হিসেবে রয়েছে ঘন শাল পিয়াল মহুয়ার জঙ্গল।