Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোস (Rahul Dev Bose)। যিনি সদ্য শেষ হওয়া জি বাংলার ধারাবাহিক ‘দুগ্গামনি ও বাঘমামা’ -তে অভিনয় করেছিলেন। তিনি বড় পর্দাতেও কাজ করেছেন। সম্প্রতি তিনি বলিউডে পা রেখেছেন। অর্থাৎ তিনি একাধারে যেমন প্রচুর ধারাবাহিকে অভিনয় করেছেন, তেমনি ওয়েব সিরিজ, বড়পর্দা এবং বলিউডেও পা রেখেছেন। এবার শোনা গেল, তিনি কাজের সুযোগ পেয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে।
তামিল ভাষায় আগ্রহী (Rahul Dev Bose)
অভিনেতা তামিল শেখার জন্য শিক্ষকের খোঁজ করছেন (Rahul Dev Bose)। তিনি জানান, তামিল ভাষা শেখার আগ্রহী তিনি। অনেকের মনেই এখন প্রশ্ন, তাঁর তামিল ভাষাতে আগ্রহী হওয়ার পিছনে কোন কারণ রয়েছে? তবে কি দক্ষিণী ছবির জগতে পা রাখতে চলেছেন তিনি? যদিও এ প্রসঙ্গে অভিনেতা কিছুই জানাননি। তাহলেও দক্ষিণী ছবির কথা আসছে কেন? কারণ শোনা গিয়েছে, দক্ষিণ ইন্ডাস্ট্রিতে কাজের প্রস্তাব এসেছে অভিনেতার। যদিও এ বিষয়ে সঠিক ভাবে কোনও তথ্য জানা যায়নি। অনুরাগীরা মনে করছেন, অভিনেতা নিজেকে তৈরি রাখতে চাইছেন।
রোমান্টিক ঘরানার সিরিজ (Rahul Dev Bose)
অভিনেতা রাহুল দেব বসু (Rahul Dev Bose) নীরজ পান্ডের সিরিজ ‘খাকি দা বেঙ্গল চ্যাপ্টার’ (Khakee: The Bengal Chapter) মাধ্যমে বলিউডের পা দেন। তবে এবার আসছেন নতুন ওয়েব সিরিজে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নতুন সিরিজ ‘খানিকটা প্রেমের মত’। এটি একটি রোমান্টিক কমেডি ঘরানার সিরিজ। মুখ্য চরিত্রে থাকবেন রাহুল দেব বোস ও বিপরীতে থাকবেন মেঘা চৌধুরী। মূলত জিপি ইন্টারটেইনমেন্ট হচ্ছে মেইন প্রডিউসার। ‘ব্লটিং পেপার’ প্রযোজনা সংস্থা থেকেই তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ।
আরও পড়ুন: Deepsheta Mitra: বিচ্ছেদে ছেয়ে যাচ্ছে টলিউড! ঘর ভাঙল নামি অভিনেত্রীর
প্রথম জুটি
এই প্রথমবার রাহুল দেব বোসের (Rahul Dev Bose) সঙ্গে জুটি বেঁধেছেন মেঘা চৌধুরী (Megha Chowdhury)। ‘কবীর সিং’ সিনেমার তামিল সংস্করণের নায়িকা ছিলেন মেঘা। তিনি বাংলায় এর আগে কাজ করলেও তার সংখ্যা ছিল খুবই কম।
আরও পড়ুন: Jisshu Sengupta: রাজকীয় ঘরানার
মুগ্ধতা প্রকাশ
প্রসঙ্গত ‘খাকি দা বেঙ্গল চ্যাপ্টার’ মুক্তির পর থেকেই এই সিরিজ নিয়ে তুমুল চর্চা হয়েছিল। অনুরাগীদের সঙ্গে সঙ্গে সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল এই সিরিজটি। এই সিরিজে সুপারস্টার জিতের (Jeet) সঙ্গে অভিনয় করেছিলেন রাহুল দেব বসু (Rahul Dev Bose)। সেই সময় অভিনেতা জানান, তরুণ অভিনেতা হিসাবে জিৎদার সঙ্গে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছিল তাঁর। অভিনেতার নার্ভাসনেস কাটাতেও সুপারস্টার জিৎ তাঁকে সাহায্য করেছিলেন। তাছাড়াও তখন রাহুলের লেখা থেকে পষ্ট বোঝা গিয়েছিল, জিতের প্রতি তাঁর আলাদা মুগ্ধতা রয়েছে।