Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজস্থান রয়্যালস আর রাহুল দ্রাবিড়ের পথ আলাদা হলো মাত্র এক বছরের মধ্যে। তবে কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি সেই বিষয়ে কিছু জানা যায় নি (IPL)।
কোচের পদ থেকে অব্যাহতি (IPL)
ভারতীয় ক্রিকেটের অন্যতম ভরসার নাম ছিলেন তিনি। তিনি ক্রিজে থাকলে ভারতের ব্যাটিং দুর্গ ভাঙতে কালঘাম ছোটাতে হতো তাবড় তাবড় বোলারদের। ভারতের কিংবদন্তিদের মধ্যে অন্যতম হলেন রাহুল দ্রাবিড়। তিনি যেমন ভারতের ব্যাটিং অর্ডার সামলেছেন নিজের দক্ষতায় তেমনই সামলেছেন কোচের দায়িত্ব (IPL)।
২০২৪ এর ৬ সেপ্টেম্বর কোচের পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন রাহুল কিন্তু এক বছর ঘুরতে না ঘুরতেই সেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছে। তবে হঠাৎ এমন কেন সিদ্ধান্ত নিলেন সেটা সঠিকভাবে জানা যায় নি। কিন্তু তার এই সিদ্ধান্ত যে ফ্যানদের হতাশ করবে সেটা বলার অপেক্ষা রাখে না (IPL)।

শনিবার রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয়েছে ‘২০২৬ সালের আইপিএলের আগে আমাদের প্রধান কোচ রাহুল দ্রাবিড় দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন। রাহুল বহু বছর আমাদের সঙ্গে ছিলেন। তাঁর নেতৃত্ব একাধিক প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছে। আমাদের দলের মূল্যবোধ তৈরিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দলে তাঁর অবদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন : Second Hooghly Bridge: ফের বন্ধ বিদ্যাসাগর সেতু!
২০১১ থেকে ২০১৩ পর্যন্ত রাজস্থান দলের হয়েই আইপিএলে খেলেছিলেন এই ভারতীয় কিংবদন্তি। তারপর রাজস্থানের মেন্টর হিসেবেও দায়িত্ব সামলাতে দেখা গেছে। তবে শেষ মরশুমে রাজস্থানের পারফর্মেন্স ফ্যানদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তারা মাত্র ৪টি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল এবং রাজস্থান রয়্যালস গত আইপিএল জার্নি শেষ করেছিল পয়েন্ট টেবিলের শেষে (IPL)।
যদিও রাহুল দ্রাবিড়ের দক্ষতা এবং নেতৃত্বগুণ অনস্বীকার্য। তার হাত ধরেই উঠে এসেছে বহু নতুন প্রতিভা। রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয়েছে তাকে আরও বড় দায়িত্বের অনুরোধ জানানো হলেও রাহুল দ্রাবিড় সেটা নিতে রাজি হন নি। এখন দেখার তাকে নতুন কোন দায়িত্বে দেখে ক্রিকেট বিশ্ব (IPL)।