ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহাকুম্ভ নিয়ে মঙ্গলবার লোকসভায় (Rahul Gandhi) বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী যা বলেছেন তা সমর্থন করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন নরেন্দ্র মোদীর সমস্ত কথা তিনি সমর্থন করেন কিন্তু কুম্ভে যারা প্রাণ হারালেন তাদের জন্য তিনি শোক প্রকাশ করলেন না সেটা একদম ভালো বিষয় নয়।
মহাকুম্ভের সফল আয়োজনের প্রশংসা (Rahul Gandhi)
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে প্রয়াগরাজে মহাকুম্ভের সফল আয়োজনের প্রশংসা করেছেন (Rahul Gandhi)। নরেন্দ্র মোদী বলেন, ‘আমি এখানে প্রয়াজরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ সম্পর্কে কটি বিবৃতি দিতে এসেছি। মহকুম্ভের সফল আয়োজনের জন্য আমি জনসাধারণে ও প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। মহাকুম্ভের সাফল্য বিভিন্ন ব্যক্তির প্রচেষ্ঠার ফল। আমি সকলকেই ধন্যবাদ জানাতে চাই। দেশের ভক্ত, উত্তরপ্রদেশের জনগণ , বিশেষ করে প্রয়াগরাজের বাসিন্দাদের।
জাতীয় চেতনার মাহাত্ম্য (Rahul Gandhi)
তিনি আরও বলেন আমরা সকলেই জানি গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। তেমনই মহাযজ্ঞের আয়োজনের জন্য একই রকম প্রচেষ্টা করা হয়েছে। ‘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, মহাকুম্ভের মাধ্যমে বিশ্ব ভারতের মহান গৌরব দেখেছে। এর কারণ দেশের মানুষের অবদান। এই মহাকুম্ভ জনগণের বিশ্বাস, জনগণের দৃঢ়় সংকল্পের কারণ। এই মহাকুম্ভের জাতীয় চেতনার মাহাত্ম্য দেখা গেছে।
আরও পড়ুন: Cow Dung Coated Car: গাড়িতে লেপলেন গোবর, বললেন গরমে ঠাণ্ডা থাকে গাড়ি!
পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের
মহাকুম্ভ চলাকালীন দুর্ঘটনায় প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের। আহত হন বহু মানুষ। বেসরকারি হিসাবে হতাহতের সংখ্যাটা অনেকটাই বেশি। অভিযোগ, মর্মান্তিক এই ঘটনা চেপে যেতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনই যোগী সরকার। মৃতদের তালিকা প্রকাশ করা হয়নি। অভিযোগ ওঠে লাশ পাচারেরও। ওই ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রীও। তবে সংসদে বিবৃতি দিতে গিয়ে ওই পদপিষ্টের কথা বা কুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্তদের কথা উল্লেখ করেননি মোদি।
‘তাঁদের প্রতি তিনি শ্রদ্ধা জানাননি’
বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) সাংবাদিকদের বলেন, “গণতান্ত্রিক কাঠামো অনুযায়ী বিরোধী দলনেতাকে বলার অনুমতি দেওয়া উচিত ৷ কিন্তু ‘নয়া ভারতে’ তা হয়নি ৷ প্রধানমন্ত্রী যা বলেছেন, আমি তা সমর্থন করি ৷ কুম্ভ আমাদের চিরাচরিত প্রথা, ইতিহাস এবং সংস্কৃতি ৷ কিন্তু পদপিষ্ট হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রতি তিনি শ্রদ্ধা জানাননি ৷” বেকারত্বের কথা তুলে ধরেন রাহুল বলেন, “কুম্ভ থেকে যাঁরা ফিরে এসেছেন, তাঁদের কাজ প্রয়োজন ৷ প্রধানমন্ত্রী কর্মসংস্থান নিয়ে কথা বলুন ৷”
বিরোধী দলনেতারও বলার সুযোগ পাওয়ার কথা
রাহুল কটাক্ষ করে বলেন, “আমি তো জানতাম গণতন্ত্রে বিরোধী দলনেতারও বলার সুযোগ পাওয়ার কথা। কিন্তু এটাই বোধ হয় নতুন ভারত। যেখানে বিরোধীদের বলার সুযোগ দেওয়া হয় না।” রাহুল বলেন, “কুম্ভ মেলায় কোটি কোটি মানুষ অংশ নিয়েছেন ঠিক কথা। কিন্তু হাজার হাজার মানুষ কাজের সুযোগ চেয়েছিলেন। সেটা নিয়েও কথা বলা উচিত ছিল প্রধানমন্ত্রীর।”