ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় সেনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে(Rahul Gandhi) সমন পাঠাল লখনউয়ের(Lucknow) এমপি এমএলএ আদালত। আগামী ২৪ মার্চ তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। দেড় বছর আগে ভারত জোড়ো যাত্রার সময় তিনি ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এই সংক্রান্ত একটি আবেদনের প্রেক্ষিতে সোমবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তলব করল লখনউয়ের একটি আদালত।
রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা(Rahul Gandhi)
কেন্দ্রীয় সংস্থা ‘বর্ডার রোড অর্গানাইজেশন’ (বিআরও)-এর প্রাক্তন ডিরেক্টর উদয়শঙ্কর শ্রীবাস্তবের হয়ে রাহুলের(Rahul Gandhi)বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন বিবেক তিওয়ারি নামে এক আইনজীবী। তিনি বলেন, ২০২২ সালের ৯ ডিসেম্বর ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষ হয়েছিল। এর সাতদিন পর অর্থাৎ ২০২২ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন কংগ্রেস সাংসদ। মানহানির এই মামলায় অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অলোক ভার্মা রাহুলের বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ২৪ মার্চ রাহুলকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
২০১৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য(Rahul Gandhi)
এদিকে এর আগে ২০১৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে রাহুলের(Rahul Gandhi) আপত্তিকর মন্তব্য করেছিলেন বলেও অভিযোগ। তার জন্য লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে আরও একটি মানহানির মামলার শুনানি হয় বিশেষ আদালতে। মঙ্গলবার এই মামলার শুনানি হয় উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ আদালতে। আগামী ২৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। আদালত অভিযোগকারীকে মামলায় প্রাসঙ্গিক প্রমাণ উপস্থাপনের নির্দেশও দিয়েছে।
আরও পড়ুন: Narendra Modi : কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে বাড়বে বেকারত্ব ? প্যারিস এআই সম্মেলনে উত্তর দিলেন মোদী
এর আগেও সেনা বাহিনী প্রসঙ্গে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছিল রাহুলের বিরুদ্ধে। গত লোকসভা নির্বাচনের প্রচারপর্বে রাহুল ‘অগ্নিবীর’ প্রকল্পের সমালোচনা করায় তাঁর বিরুদ্ধে ‘সেনার অবমাননা’র অভিযোগ তুলেছিল বিজেপি। এরকম অনেক অভিযোগ উঠেছে রাহুল গান্ধীর বিরুদ্ধে।
২০২৩ সালে মোদি পদবি নিয়ে মানহানিকর মন্তব্য
মোদি পদবি নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে ২০২৩ সালের মার্চে সুরাটের একটি আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করেছিল। তাঁকে ২ বছরের কারাদণ্ডও দিয়েছিল। যার জেরে সাংসদ পদ খারিজ হয়েছিল তাঁর। পরে সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি পান রাহুল। তবে ফের নিজের মন্তব্যের জন্যে আইনি জটিলতায় পড়লেন রাহুল গান্ধী।
আরও পড়ুন: Defence Technology Advancement: প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন, আত্মনির্ভর ভারতের পথে নতুন উদ্যোগ
দিল্লি বিধানসভা ভোটে খাতা খুলতে না পারায় এমনিতেই অস্বস্তি বাড়ছে কংগ্রেসের। তার মধ্যেই রাহুলকে তলবের ঘটনায় হাত শিবিরের উপর যে চাপ অনেকটাই বাড়ল তা আর বলার অপেক্ষা রাখে না।