ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিন কয়েক আগে গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের সম্ভল, সংঘর্ষের জেরে মৃত্যুর মৃত্যুর ঘটনা নিয়ে চলছে রাজনৈতিক টানাপড়েন (Rahul-Priyanka)। তারই মাঝে সম্ভলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওয়েনাড়ের সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীকেও আটকে দেওয়া হয় বলে অভিযোগ।
উত্তরপ্রদেশে প্রবেশের আগেই তাঁদের আটকে দেওয়া হয়। গাজ়িপুর সীমানায় বসানো হয় পুলিশের ব্যারিকেড, যার জেরে অবরুদ্ধ হয়ে পরে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে।
বাধা রাহুল-প্রিয়াঙ্কার পথে (Rahul-Priyanka)
গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠা সম্ভলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে আটকে দেওয়া হল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul-Priyanka)। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বোন সদ্য ওয়ানড়ের সাংসদ হওয়া প্রিয়াঙ্কা গান্ধীও। দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে গাজিপুরে আটকানো হয় তাঁদের। প্রসঙ্গত, আগে থেকেই গাজিপুর সংলগ্ন অঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছিল রাহুল-প্রিয়াঙ্কার সম্ভল যাত্রা আটকাতে। বসানো হয়েছিল ব্যারিকেড। ছিল কড়া প্রহরা। এদিন রাহুলদের যাত্রা রুখতে পুলিশি তৎপরতায় হাইওয়েতে প্রবল বিশৃঙ্খলা শুরু হয় সকাল থেকেই।
আরও পড়ুন: Bangladesh Summons Indian Envoy: আগরতলায় বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর, ভারতীয় হাইকমিশনারকে তলব
রাস্তা বন্ধ করল পুলিশ (Rahul-Priyanka)
পুলিশ রাস্তা বন্ধ করে দেয়। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কংগ্রেস কর্মীদের দেখা যায় স্লোগান দিতে দিতে ব্যারিকেড বেয়ে উপরে উঠতে। বুধবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ রওনা দেন রাহুলরা। ১১টা নাগাদ তাঁরা গাজিপুরে পৌঁছন। কিন্তু এর পর আর এগোতে দেওয়া হয়নি তাঁদের কনভয়।
যোগী সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা
দিন কয়েক আগে গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের সম্ভল। জানা যায়, এই সংঘর্ষের জেরে কয়েক জনের মৃত্যুর ঘটনাও ঘটে, যা নিয়ে চলছে রাজনৈতিক টানাপড়েন। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। সংসদেও উঠেছে সম্ভল প্রসঙ্গ। এ হেন পরিস্থিতিতে সম্ভলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের প্রতিনিধিরা।
সম্ভল-সংঘর্ষে পাক-যোগ?
সম্ভলে সংঘর্ষের ঘটনাস্থলে তল্লাশি অভিযানে মিলেছে পাকিস্তানের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরি বেশ কিছু গুলি ও কার্তুজ ৷ ঘটনার দিনের ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ ৷