ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সরানো হচ্ছে রায়গঞ্জ পুরসভার বাসস্ট্যান্ড (Raiganj Municipality Bus Stand)। উকিলপাড়া (Ukilpara) থেকে সরে নয়া বাসস্ট্যান্ড হবে শিলিগুড়ি মোড়ে পূর্ত দফতরের জমিতে। শুক্রবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য পূর্ত দফতর । রায়গঞ্জ শহরের যানজটের সমস্যা এড়াতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রায়গঞ্জ পুর কর্তৃপক্ষ (Raiganj Municipality Bus Stand Is Being Moved)।
যানজটে জেরবার রায়গঞ্জ (Raiganj Municipality Bus Stand)
রায়গঞ্জ (Raiganj) শহরে যানজটের সমস্যা দীর্ঘদিনের। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যা। ফলে রায়গঞ্জ শহরে যানজটের সমস্যা চরম আকার ধারণ করেছে। শহরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা (Unplanned Traffic System), ফুটপাত দখল, রাস্তার দু’ধারে পার্কিং, টোটোর দাপাদাপি যানজট সমস্যার প্রধান কারণ। জনবহুল রাস্তাগুলিতে দিনের ব্যস্ত সময়ে থাকে ব্যাপক যানজট। যানজট সমস্যায় জেরবার হতে হয় শহরবাসীকে (Raiganj Municipality Bus Stand)।
অফিস টাইমে নাভিশ্বাস শহরবাসীর (Raiganj Municipality Bus Stand)
শহরের বিবিডি মোড় (BBD MORE) সংলগ্ন এলাকা এবং বিসি রায় সরণীতে (BC Roy Sarani) যানজট সমস্যার জেরে নাভিশ্বাস উঠেছে শহরবাসীর। বিবিডি মোড়ের অদূরেই রয়েছে রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড (Raiganj Municipality Bus Stand), রেলগেট ও স্টেশন (Railway Gates And Stations)। রেলগেট বন্ধ হলেই দুদিকে তৈরী হয় যানজট (Traffic Jam)। পুর বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে আসা বাস, অটোর যানজটে অফিস-স্কুল টাইমে চরম হয়রানির শিকার হন পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক ও অফিসযাত্রীরা (Raiganj Municipality Bus Stand)।
যানজটের জেরে ভোগান্তি (Suffering From Traffic Jam)
একই সঙ্গে রয়েছে টোটোর দাপট। এনবিএসটিসি’র বাসস্ট্যান্ড চত্বরেও যানজটে নাকাল হতে হয় পথচারী থেকে শুরু করে যাত্রীদের। রায়গঞ্জ মেডিক্যাল (Raiganj Medical) কলেজ যাওয়ার রাস্তায় ব্যস্ত সময়ে যানজটের জেরে ভোগান্তি বেড়েছে বহুগুণ। টোটো ও অন্যান্য গাড়ির ভিড়ে আটকে পড়েন মেডিক্যাল কলেজে আসা রোগী ও তাঁদের পরিজনরা।
যানজট সমস্যা এড়াতে পদক্ষেপ (Steps To Avoid Congestion Problem)
শহরবাসীর যানজট সমস্যার কথা রেখে উদ্যোগী হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (MLA Krishna Kalyani), রায়গঞ্জ পুরসভা (Raiganj Municipality) ও জেলা প্রশাসন (District Administration)। যানজট সমস্যা মেটাতে আগেই শহরবাসীকে আশ্বস্ত করেছিলেন বিধায়ক ও পুর কর্তৃপক্ষ। এবারে আশ্বাস পূরণের পালা। শহরের শিলিগুড়ি মোড়ে রয়েছে পূর্ত দফতরের জমি। সম্প্রতি সেই জমি পরিদর্শন করেছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী (MLA Krishna Kalyani), পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস (Municipal Administrator Sandeep Biswas) সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি ICDS সুপারভাইজার নিয়োগে কাটল জট, সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ
শিলিগুড়ি মোড়ে পুরসভার নয়া বাসস্ট্যান্ড (Municipality’s New Bus Stand At Siliguri More)
শুক্রবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য পূর্ত দফতরের তরফে। সেই নির্দেশিকায় বলা হয়েছে অতি শীঘ্রই সরানো হচ্ছে রায়গঞ্জ পুরসভার বাসস্ট্যান্ড (Raiganj Municipality Bus Stand)। শহরের উকিলপাড়া থেকে সরে নয়া বাসস্ট্যান্ড হবে শিলিগুড়ি মোড়ে। এর ফলে রায়গঞ্জ শহরে যানজট সমস্যা অনেকটাই কমবে বলে আশাবাদী বিধায়ক কৃষ্ণ কল্যাণী (MLA Krishna Kalyani) ও পুরসভা কর্তৃপক্ষ (Municipal Authorities)।