ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মধ্যপ্রদেশের পান্নায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এখানে একজন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগ করেছেন (Railway Loco Pilot Request)। তিনি এসপি অফিসে পৌঁছে সাহায্যের জন্য আবেদন করেছেন। নির্যাতিতের দাবি যে স্ত্রী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। এর পাশাপাশি, আত্মহত্যার হুমকি দিয়ে তাকে একটি ভুয়া মামলায় ফাঁসানোর হুমকিও দেন। লোকেশ পুরো ঘটনাটি একটি গোপন ক্যামেরায় রেকর্ড করেছেন। এখন পুলিশ বিষয়টি তদন্ত করছে।
পুলিশের কাছে সাহায্যের আবেদন (Railway Loco Pilot Request)
মধ্যপ্রদেশের পন্না জেলার এক যুবক তার স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি পুলিশের সুপারিনটেনডেন্ট (SP) অফিসে অভিযোগ দায়ের করে বলেন, “আমার স্ত্রী আমাকে প্রচণ্ড মারধর করে, আমাকে বাঁচান স্যার!” (Railway Loco Pilot Request)। নির্যাতিত যুবক তার স্ত্রীর অত্যাচারের পুরো ঘটনা গোপনে ক্যামেরায় রেকর্ড করেছেন এবং সেই প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়েছেন। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
বিয়ের পর থেকেই সমস্যার সূত্রপাত (Railway Loco Pilot Request)
অভিযোগকারী লোকেশ মাঞ্জি (৩০) পেশায় রেলের লোকো পাইলট (Railway Loco Pilot Request)। ২০২৩ সালের জুন মাসে তিনি হর্ষিতা রাইকোয়ার নামে এক তরুণীকে বিয়ে করেন। লোকেশের অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্ত্রী, শাশুড়ি ও শ্যালক তার কাছে টাকা এবং সোনা-রুপো দাবি করতে থাকে। এমনকি, তার স্ত্রী তাকে তার বাবা-মা ও বন্ধুদের সঙ্গে দেখা করতেও দিতেন না।
আরও পড়ুন: WAQF Amendment Bill: আজ লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল, হুইপ জারি বিজেপির
স্ত্রীর অত্যাচারের বর্ণনা
লোকেশ মাঞ্জি পন্না জেলার অজয়গড় তহসিলের বাসিন্দা, বর্তমানে তিনি সাতনায় থাকেন। তিনি বলেন, “আমি ইচ্ছা করেই এক দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে করেছিলাম। আমি কোনো পণ নিইনি। মেয়ের বাবা একটি পেট্রোল পাম্পে কাজ করেন। কিন্তু বিয়ের পর থেকেই আমার স্ত্রী আমাকে আমার বাবা-মায়ের সঙ্গে কথাও বলতে দেয় না, কাউকে বাড়িতে আসতেও দেয় না।”
লোকেশ আরও বলেন, “আমার স্ত্রী ঘরের কোনো কাজ করে না, বন্ধুদের সঙ্গেও দেখা করতে দেয় না। উল্টে আমাকে গালিগালাজ করে ও মারধর করে। তাই আমি বাড়িতে একটি গোপন ক্যামেরা লাগিয়েছিলাম। সেই ক্যামেরায় সমস্ত প্রমাণ ধরা পড়েছে।”
শ্বশুরবাড়ির হুমকি ও নির্যাতন
লোকেশ অভিযোগ করেছেন, ২০ মার্চ ২০২৫ সালে তার স্ত্রী নিজের মা ও ভাইকে সাতনায় ডেকে আনে এবং সকলে মিলে তাকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন এবং সতনা থানায় অভিযোগ দায়ের করেন। পরে যখন তার স্ত্রী জানতে পারে যে তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন, তখন তিনি আত্মহত্যার হুমকি দেন। লোকেশ বলেন, “আমার স্ত্রী আমাকে বলেছে, সে আত্মহত্যা করবে এবং আমাদের মেয়েকেও মেরে ফেলবে। পাশাপাশি আমাকে এবং আমার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠাবে।”
আরও পড়ুন: Modi Government Debt : দেশ চালাতে প্রায় ১৫ লক্ষ কোটি টাকা ঋণ নিচ্ছে মোদী সরকার!বাড়ছে অর্থনৈতিক চাপ
লোকেশ আরও জানান, তার স্ত্রী একবার মশার ওষুধ খেয়েছিলেন। এই ঘটনার পর থেকে তিনি ভয় ও আতঙ্কে রয়েছেন। তিনি অজয়গড় থানাতেও অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশের প্রতিক্রিয়া
এই ঘটনার বিষয়ে পন্নার SP সাই কৃষ্ণ এস থোটা বলেন, “এক যুবক তার স্ত্রীর নির্যাতনের অভিযোগ জানিয়ে আমাদের কাছে আবেদন জমা দিয়েছেন। তিনি ভিডিও ফুটেজও জমা দিয়েছেন। যেহেতু ঘটনাটি সাতনায় ঘটেছে, সেখানে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট থানার ইনচার্জকে বিষয়টি জানানো হয়েছে।”