ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘চালচিত্র’-এ রাইমা (Raima Sen)। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত প্রতিম ডি গুপ্ত (Pratim D Gupta) পরিচালিত ‘চালচিত্র’ (Chaalchitro) ছবিতে পুলিশের ভূমিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury)। আর তাঁর সঙ্গীর ভূমিকায় রয়েছেন রাইমা সেন (Raima Sen)। টোটার সঙ্গে ‘চোখের বালি’র পর আবার তিনি কাজ করলেন চালচিত্রে। এছাড়া পরিচালক প্রতিমের সঙ্গে রাইমার এটা প্রথম কাজ। ট্রেলার দেখে অভিভূত সবাই। ছবি মুক্তির পরে দর্শক মহলে ছবিটি যথেষ্ট প্রশংসা কুড়োচ্ছে। সম্প্রতি ট্রাইব টিভির সাক্ষাৎকারে, অভিনেত্রী ভাগ করে নিলেন তাঁর জীবনের বেশ কয়েকটা অজানা দিক।
শাড়িতে রাইমা (Raima Sen)
পর্দায় বেশিরভাগ সময়য় রাইমা ধরা (Raima Sen) দেন শাড়িতে। কিন্তু জানেন কি? অভিনেত্রী শাড়ির থেকে বেশি পছন্দ করেন ওয়েস্টার্ন ড্রেস পরতে। বিনোদন দুনিয়ায় মাঝেমধ্যেই তারকাদের নিয়ে ট্রোল আর মিমের পাহাড় জমে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই বিষয় গুলোকে কীভাবে সামলান রাইমা সেন? চলুন জেনে নেওয়া যাক।
পছন্দ ওয়েস্টার্ন ড্রেস (Raima Sen)
রাইমার (Raima Sen) কথায়, তিনি ওয়েস্টার্ন পোশাক বেশি ভালোবাসেন। কিন্তু কেন জানেন না, সিনেমায় তাঁকে সব সময় শাড়ি পরতে হয়। সবাই বলে, তাঁকে শাড়ি পরলে ভীষণ ভালো লাগে। কিন্তু অভিনেত্রী শাড়ি ম্যানেজ করতে পারেন না। যার কারণে শাড়ি একটু এড়িয়ে চলেন। পছন্দের রং সবুজ, লাল, হলুদ। মূলত তিনি একটু ডিপ কালার বেশি পছন্দ করেন। বেশি স্বচ্ছন্দ বোধ করেন সাদা শার্ট এবং ব্লু জিনসে।
আরও পড়ুন: Ei Raat Tomar Amar: দাম্পত্য জীবনের না বলা কথায় পরমব্রত, ফিরছে অঞ্জন-অপর্ণার ম্যাজিক
গল্প না শুনে কাজে রাজি হন
‘চালচিত্র’ ছবিতে তিনি অভিনয় করতে রাজি হলেন কেন? রাইমার কথায়, পরিচালক প্রতিমের সঙ্গে তাঁর বন্ধুত্ব রয়েছে। আলাপ বহুদিনের। কিন্তু কখনও একসাথে কাজ করেননি। রাইমা তখন লন্ডনে শুটিং-এ ব্যস্ত। হঠাৎ করেই তাঁর কাছে একদিন প্রতিমের ফোন আসে। বলেন, কাজটা রাইমাকে করতে হবে। স্ক্রিপ্ট না দেখে, গল্প না শুনে, রাইমা প্রতিমকে হ্যাঁ বলে দেন।
পুরনো জিনিস মিস করেন রাইমা
কয়েক দশক হয়ে গেল, টলিউডের একের পর এক ছবি করছেন রাইমা। ওয়েব সিরিজেও তাঁকে দেখা গিয়েছে। বর্তমান দিনে দাঁড়িয়ে, কি এমন আছে যে বিষয়টি রাইমা মিস করেন? বারংবার মনে করিয়ে দেয় পুরনো দিনের কথা! অভিনেত্রীর কথা সোশ্যাল মিডিয়ায়, এখন এত ইনফ্লুয়েন্স যে তিনি সেই প্রাইভেসিটা মিস করেন। এছাড়াও হাতে লেখা চিঠি, টেলিফোনে কথা বলা, এগুলো অবশ্যই মিস করেন। তবে অভিনেত্রী মনে করেন, সময় এগোচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে চলতে হবে। তাই মিস করলেও কিছু করার নেই।
আরও পড়ুন: Amar Sangi Upcoming Episode: রাজ-শ্রীর মাঝে এন্ট্রি নেবে সৈরিতি, ‘অমর সঙ্গী’তে আসছে নতুন টুইস্ট
সমালোচনা থেকে দূরে থাকেন
অভিনেত্রী সবসময় পজেটিভ মনোভাব নিয়ে চলেন। আসলে তিনি কাজ ভীষণ ভালোবাসেন। কাজের সময় প্রচুর মানুষের সাথে কথা বলেন। দেখা করেন। ট্রাভেল করেন। তাই নেগেটিভিটি তাঁকে ছুঁতে পারে না। আর সোশ্যাল মিডিয়ায় যদি কোনও ফেক নিউজ থাকে, সেগুলোকে এড়িয়ে যান। এড়িয়ে যাওয়া শিখেছেন তাঁর বাবার কাছ থেকে। তাই যখন রাইমাকে নিয়ে কোনও নেতিবাচক কথা হয়, ট্রোলিং হয় তিনি অর্ধেক দিন সেগুলো জানতেও পারেন না। সমালোচনা থেকে অভিনেত্রী মোটামুটি দূরেই থাকেন।