ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গরমে হাঁসফাঁস রাজ্যবাসী। তবে স্বস্তির বার্তা নিয়ে আসছে আলিপুর হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, আজ বিকেল হলেই রাজ্যের একাধিক জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে (Rain Forecast)। কোথাও কোথাও বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে থাকতে পারে বজ্রপাতও। দক্ষিণ ও উত্তরবঙ্গ—দুই অঞ্চলেই প্রভাব ফেলবে এই প্রাক-বর্ষার দুর্যোগ। কোথায় কেমন থাকবে আবহাওয়া? কোন কোন জেলায় জারি হল সতর্কতা?
রাজ্যে ফের সক্রিয় হয়েছে প্রাক-বর্ষার ঝড়বৃষ্টির পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। যদিও এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও গরম এবং আর্দ্রতার জন্য অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে অধিকাংশ জেলায়।
কলকাতার আকাশে মেঘ, চলছে বিক্ষিপ্ত বৃষ্টি (Rain Forecast)
বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Drone Over Kolkata: কলকাতার আকাশে চারটি রহস্যময় ড্রোন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ – এই চার জেলায় ঝড়বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ (Rain Forecast)
আবহাওয়াবিদদের মতে, এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যার ফলে রাজ্যজুড়ে তৈরি হচ্ছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি (Rain Forecast)। শুক্রবার পর্যন্ত এই অবস্থা চলবে, তবে বিক্ষিপ্তভাবে রবিবার ও সোমবার পর্যন্তও ঝড়বৃষ্টি চলতে পারে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা (Rain Forecast)
উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় আজই ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর। এছাড়াও, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন :Bus Strike: চলতি সপ্তাহে তিনদিনের বাস ধর্মঘট, চরম ভোগান্তির আশঙ্কা
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি আটটি জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে।
বৃষ্টি হলেও মিলবে না স্বস্তি, গরমে ভুগবে রাজ্যবাসী (Rain Forecast)
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির সময় সাময়িক স্বস্তি মিললেও পরবর্তী পাঁচ দিন রাজ্যের বেশিরভাগ জেলাতেই গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। বিশেষ করে বৃষ্টির পরের সময়টিতে উচ্চ তাপমাত্রা ও ভ্যাপসা গরম মানুষের দুর্ভোগ বাড়াতে পারে।