ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বসন্তের মধ্যেই গ্রীষ্মের দাপট দেখছে দক্ষিণবঙ্গবাসী। মার্চ মাসেই তাপপ্রবাহের মতো পরিস্থিতি একাধিক জেলায়। এপ্রিল মাসেও সেই গরম অব্যাহত। এই আবহে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস (Rain forecast) দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকেই দক্ষিণের (South Bengal) জেলায় জেলায় বর্ষণ শুরু। কবে কোন জেলা ভিজবে? কী জানাচ্ছে হাওয়া অফিস?
গরমের দাপট বাড়ছে দক্ষিণবঙ্গে। দুপুরের তীব্র রোদ, ভ্যাপসা গরম আর শুষ্ক বাতাসের কারণে জনজীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকায় অস্বস্তি আরও বাড়ছে। তবে এর মধ্যেই মিলতে পারে কিছুটা স্বস্তি (Rain forecast) ।
আরও পড়ুন: Teenager body recovered: রাস্তার পাশে জঙ্গল থেকে উদ্ধার নাবালিকার দেহ! ধর্ষণ করে খুন? ঘনাচ্ছে রহস্য

স্বস্তির বর্ষণ? (Rain forecast)
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রামে বজ্রপাত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ও পূর্ব মেদিনীপুরে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে, এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। ৩ তারিখেও বীরভূম বাদ দিয়ে পশ্চিমের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা (Rain forecast) জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন: Dead body Recovered: রাতভর পুরুষ বন্ধুর সঙ্গে পার্টি, সকালে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর দেহ
গরম কি আদৌ কমবে? (Rain forecast)
বৈশাখ মাস পড়তে এখন দু’সপ্তাহ বাকি। এখনই দক্ষিণের জেলাগুলিতে কাঠফাটা রোদ আর অস্বস্তিকর গরম। পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তি আরও বেশি। সপ্তাহান্তে সেখানে তাপপ্রবাহও হয়েছে। ধীরে ধীরে বদলাবে রাজ্যের আবহাওয়া। কোনও কোনও জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কমে এলাকা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির (Rain forecast) সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ভারতের বাংলা, বিহার, ওডিশা উষ্ণতর থাকবে।