Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিকেলের পর ঝড়বৃষ্টি (Rain Forecast) হচ্ছে। বৃহস্পতিবার রাতে কলকাতায় ঝড়ের তাণ্ডবে একাধিক গাছ উপড়ে গিয়েছিল। ঝড়বৃষ্টিতে মৃত্যুও হয় এক জনের। তবে চলতি সপ্তাহেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারও।
বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কতা জারি (Rain Forecast)
রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে (Rain Forecast)। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সোমবার এবং মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
জেলায় জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast)
হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (Rain Forecast) বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তার পর আর বৃষ্টির সম্ভাবনা নেই। বরং শুকনো আবহাওয়া থাকবে শুক্রবার থেকে। যদিও তার আগে মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। শনিবার শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১.২ ডিগ্রি কম।
বৃষ্টির সঙ্গে হাওয়ার গতি কিছুটা বেশি থাকতে পারে
উত্তরবঙ্গেও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হাওয়ার গতি কিছুটা বেশি থাকতে পারে (ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার)। উত্তর এবং দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন সব জেলায় তাপমাত্রা একইরকম থাকবে।
আরও পড়ুন: Rooftop Restaurants: আর কোনও রুফটপ রেস্তরাঁ করা যাবে না! বন্ধের নির্দেশ দিল কলকাতা পুরনিগম