ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের নিম্নচাপ! অল্প সময়ের বিরতি নিয়েই ফের মেঘে ঢেকেছে আকাশ। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শুরু হয়েছে নতুন করে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, সোমবার, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হবে বৃষ্টি। কোন কোন জেলায় ভারী বর্ষণের (Rain forecast) সম্ভাবনা রয়েছে? বিস্তারিত জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট।
রবিবার বিকেলে উত্তর বঙ্গোপসাগরের উপরে এই নিম্নচাপ তৈরি হয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
দক্ষিণের জেলায় ভারী বৃষ্টির সতর্কতা (Rain forecast)
এই নিম্নচাপের প্রভাবে সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। আগামী বুধবার পর্যন্ত নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা ও দুই বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে।
আরও পড়ুন: Weather Update: কলকাতার আকাশে রোদের দেখা, দক্ষিণবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি
বজ্র-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শহরেও (Rain forecast)
কলকাতাতেও আকাশ মেঘলা। দিনভর ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে শহর জুড়ে। কোথাও কোথাও বৃষ্টির দাপটও বাড়ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়।
সমুদ্রে ঝোড়ো হাওয়া, নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের (South Bengal Weather)
উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিমি উপরে। এর জেরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘণ্টায় ৩৫–৪৫ কিমির ঝোড়ো হাওয়া বইতে পারে, দমকা হাওয়া পৌঁছতে পারে ৫৫ কিমি পর্যন্ত। সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে বলে, আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: Weather Forecast: আংশিক দুর্বল নিম্নচাপ, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আরও কয়েক দিন
নদীতে জলস্তর বৃদ্ধি, প্লাবিত একাধিক জেলা (Rain forecast)
দফায় দফায় বৃষ্টির জেরে রাজ্যের একাধিক নদীর জলস্তর হু হু করে বাড়ছে। হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমের একাধিক অংশ প্লাবিত হয়েছে। পরিস্থিতি আরও জটিল করেছে ডিভিসি-র জল ছাড়া, যা রাজ্যকে না জানিয়েই হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তলিয়ে যাচ্ছে চাষের জমি, ব্যাপক ক্ষতির আশঙ্কায় মাথায় হাত কৃষকদের।
উত্তরবঙ্গেও দুর্যোগ, সপ্তাহান্তে ফের বৃষ্টি (North Bengal Weather)
উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর ও মালদহে বৃষ্টি চলবে। সপ্তাহের শেষদিকে ফের বাড়বে বৃষ্টির দাপট। শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে।