ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুখ ফেরাচ্ছে বাংলার দর্শক। বাংলা ছবি (Bengali film) মুখ থুবড়ে পড়ছে। বাংলা ছবি দেখার দর্শক নেই। দর্শককে হলমুখী করতে হবে, তা নিয়ে চেষ্টার অন্ত নেই (Raj Chakrabarty)। একের পর এক সিনেমা আসছে। সেখানে ব্যবসার লাভ-ক্ষতির হিসেব করলে, অনেকটাই গরমিল।
মুখে ফেরাচ্ছে দর্শক (Raj Chakrabarty)
নিশ্চয়ই শুনেছেন, বাংলার দর্শক বাংলা সিনেমা থেকেই মুখ ফেরাচ্ছেন। তার কারণও খোঁজার চেষ্টা করেছেন পরিচালক থেকে শুরু করে শিল্পীরা। দর্শকের মন বুঝে, কাজ করারও চেষ্টা করছেন। তারপরেও কেন বাংলা সিনেমার বক্স অফিস (Box office) মাথা তুলে দাঁড়াতে পারছে না? হাতে গোনা মাত্র কয়েকটা ছবি সাফল্যের মুখ দেখছে। বাদবাকি বেশিরভাগ ছবি রয়ে যাচ্ছে পিছনের সারিতে। বক্স অফিসে লাভ করতে পারছে না। এই বিষয়ে বড্ড অভিমানী পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। কেন এমনটা হচ্ছে? তার কারণ জানালেন তিনি।
ক্ষতির মুখে বাংলা সিনেমা (Raj Chakrabarty)
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ (Raj Chakrabarty) বেশ অভিমানের সঙ্গেই বললেন, ভিতরে ভিতরে মিল নেই। ছন্নছাড়া একটা ভাব। সেটা বাংলার মানুষ খুব ভালোভাবে বুঝে গিয়েছে। তাহলে কি টলিউডের অন্দরে একতার অভাব? যার কারণে বাণিজ্যিক ভাবে ক্ষতির মুখে পড়ছে বাংলা সিনেমা। ভালো ছবি হওয়ার পরেও, বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারছে না। অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে বাংলা ছবি দর্শকের মনে জায়গা তৈরি করছে। কিন্তু বড় লাভ করতে পারছে না।
আরও পড়ুন: Koel Mallick: ছেলের পর মেয়ে, দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক
অভিমানী রাজ, কী বললেন?
ওই সাক্ষাৎকারে পরিচালক রাজ চক্রবর্তীর কথায়, “তোমরা বাণিজ্যিক ছবি এগোতে দিলে না। তোমরা বললে, একটু সৃজিতের (সৃজিত মুখোপাধ্যায়) মতো ছবি হলে ভালো হয়। বেকার প্রতিযোগিতার দরকার নেই। তখন সবাই সৃজিতের মতো ছবি বানাতে শুরু করল। সেটা আমিও করলাম”। এখন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি বানানো হচ্ছে। অপরদিকে শিবপ্রসাদ চেষ্টা করছেন, রাজ চক্রবর্তী মতো ছবি বানাতে । বিষয়গুলো কেমন যেন উল্টে গিয়েছে। পরিচালক রাজ চক্রবর্তী মনে করছেন, এখন একটু সাপোর্ট লাগবে। প্রলয়ের মতো একটা সিরিজ বানিয়েও তাঁকে কেউ এক থেকে পাঁচের মধ্যে রাখেনি। যেটা ভারতের GQ তে প্রথমে আসে, সেটার কোনও জায়গা নেই। পরিচালক হিসেবে তাঁকে কেউ সাপোর্ট করার নেই। দর্শক সাপোর্ট করেছে। আর এই সবকিছুর মিলেমিশে মান অভিমান সবটাই আছে।
নিজেদের মধ্যে মিল নেই
আরজিকর এর পরিস্থিতিতে তিনি বাবলি ছবি বানিয়েছেন। তখন আবার মানুষ এই ছবিটার পিছনে পড়ে গেল। এক এক করে রেটিং পড়ছে। সময় পাল্টাচ্ছে। আরো বলেন “এখন তুমি ব্যর্থ হলে, আমার বাড়িতে পার্টি হবে। আমরা এগুলোতে বেশি ঢুকে গেছি। সাধারণ মানুষ এগুলো বুঝে গিয়েছে। এদের মধ্যে মিল নেই, এদের মধ্যে ভালোবাসা নেই”।
আরও পড়ুন: Allu Arjun: জেল থেকে বেরিয়েই হাতজোড় অভিনেতার, অত্যন্ত দুঃখিত!
টলিউডে প্রয়োজন একতা
কয়েকদিন আগেই অভিনেতা দেবকে ট্রাইব টিভির সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল ,ভারতের বহু রাজ্যের ইন্ডাস্ট্রির বাজেট আগে কত কম ছিল। কিন্তু এখন সেই সমস্ত ইন্ডাস্ট্রির বাজেট বেড়েছে। খুব ভালো কাজ করছে। সেখানে কোনও কনট্রোভার্সি নেই। সবাই এক হয়ে মিলেমিশে কাজ করেছে। এখনoe করছে। সেই একই সুর শোনা গেল রাজের গলায়। একতার অভাব দেখা যাচ্ছে টলিউডের অন্দরে। একটা ছবি তৈরি থেকে শুরু করে ব্যবসায়িক সফলতা, একটা বড় টিম কাজ করে। আর সেই টিমের মধ্যে একতা বড্ড দরকার।