ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এখনও শক্ত পায়ে হাঁটতে পারে না। হাঁটার সময় পা টলমল করে (Raj Chakraborty)। কিন্তু রাজ শুভশ্রীর মেয়ে বলে কথা। জন্ম থেকেই যেন সে যোদ্ধা। ইতিমধ্যে এই ছোট্ট ইয়ালিনি হাতে তুলে নিয়েছে বক্সিং গ্লাভস। এই খুদের কাছে গ্লাভসের ওজনটাও যেন অনেক বেশি। সেই গ্লাভস নিয়ে খেলার ছলে বক্সিং করতে লাগল, বাবা-মায়ের সঙ্গে।
সোজা আক্রমণ করল বাবা রাজ চক্রবর্তীকে (Raj Chakraborty)। একসময় রাজের যোদ্ধা (Yoddha) ছবি দর্শকমহলে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু তাঁর বাড়িতেই যে এমন এক মিষ্টি যোদ্ধা আছে, তা কি কেউ জানত? সেই মিষ্টি মুহূর্ত এবার রাজ নিজেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। মেয়ের ছুঁড়ে দেওয়া পাঞ্চ কিভাবে সামলালেন পরিচালক-বিধায়ক?
রাজ-শুভশ্রীর জমজমাট সংসার (Raj Chakraborty)
একদিকে একগুচ্ছ কাজ, অপরদিকে দুই ছেলে মেয়েকে নিয়ে রাজ-শুভশ্রীর জমজমাট সংসার (Raj Chakraborty)। প্রত্যেকটা দিন ব্যস্ততাতেই কাটে। এছাড়াও পাশাপাশি চলছে সন্তানের পোস্ট রিলিজ প্রচারের কাজ। রাজ এবং তাঁর টিম বিভিন্ন জায়গায় হল ভিজিটে যাচ্ছেন। বিনোদিনী থিয়েটারেও সন্তান হাউসফুল ছিল। সেই ছবিও সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন রাজ। এসবের মাঝে এমন একটি ভিডিও তিনি শেয়ার করলেন, যা দেখে খুশি অনুরাগীরা।
যুদ্ধ যুদ্ধ খেলা খেলতেই ব্যস্ত ইয়ালিনি (Raj Chakraborty)
রাজের মেয়ে ইয়ালিনি এখন যুদ্ধ যুদ্ধ খেলা খেলতেই ব্যস্ত। পা টলমলে। উঠতে গিয়ে একবার পড়েও গেল ছোট্ট ইয়ালিনি। তারপর নিজেই নিজের উপর ভর করে উঠে দাঁড়াল। কারোর সাহায্য ছাড়াই বক্সিং গ্লাভস নিয়ে সোজা চলে গেল বাবা-মায়ের কাছে (Raj Chakraborty)। তারপর একের পর এক মিষ্টি পাঞ্চ। ইয়ালিনির মিষ্টি গলায় শোনা গেল, বাবা ডাক। তবে বাবাকে আক্রমণের পাল্টা পেল আদর। এই মিষ্টি ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, মেয়েরা বাবার কাছে একটু বেশি আদুরে হয়ে থাকে। অপরদিকে রাজও আদর করে মেয়েকে কোলে তুলে নিলেন।
আরও পড়ুন: Shiboprosad Mukherjee: দেব ভক্তদের জবাব দিতেই গোয়েন্দা দপ্তরে শিবপ্রসাদ? ঘনাচ্ছে ধোঁয়াশা!
স্টারের ভূমিকায় ইয়ালিনি
রাজ-শুভশ্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখতে পাবেন। তাঁদের দিনটা শুরু হয় ঠিক কিভাবে। সোশ্যাল মিডিয়ায় দিন শুরুর আপডেট দিতে থাকেন এই তারকা দম্পতি। কয়েকদিন আগেই শুভশ্রী একটি ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে দেখা যায়, কুয়াশা মাখা সকালে তিনি দামি সময় কাটাচ্ছেন ছেলে ইউভানের সঙ্গে। তার কয়েকদিন পর, রাজের ভিডিওতে রীতিমত স্টারের ভূমিকায় ইয়ালিনি। খেলতে খেলতে নিজে থেকেই হাতে পরে নিল বক্সিং গ্লাভস। এটি হাতে পরে যে কি করতে হয়, সেই বুদ্ধিও ইয়ালিনির হয়েছে।

আরও পড়ুন: Malaika Arora Dance: বোল্ড লুকে মালাইকার পাগলের মতো নাচ, দেখে ছি ছি করছে নেটপাড়া!
পর্দায় দেখা যাবে ইয়ালিনিকে!
কিছুদিন আগে রাজ-শুভশ্রীর বাড়ি গিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। তখনই ইয়ালিনিকে দেখে রুদ্রনীল বলেছিলেন, আর বেশি দিন বাকি নেই। কথাও বেশ ভালই ফুটে গিয়েছে। শুধু বাক্য আরেকটু গঠন হওয়ার অপেক্ষা। তবে কি আর বেশিদিনের অপেক্ষা নয়? খুব শীঘ্রই পর্দায় দেখা যাবে তাকে? যদিও পুরো কথাটাই হয়েছিল মজার ছলে।