ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ-শুভশ্রীর (Raj–Subhashree) প্রেমের সাক্ষী থাকলো গোটা বিশ্ব। সন্তান (shontaan) ছবির সাফল্যকে সঙ্গে নিয়ে বর্ষবরণের রাতে আলোর সমারোহে মাতোয়ারা তারকা জুটি। একে ওপরের ঠোঁঠে ঠোঁট রেখে বর্ষবরণ উদযাপন করলেন তারা। সারা বিশ্ব যখন ২০২৫-কে স্বাগত জানাতে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে, ঠিক তখনই চুম্বনে ডুব দিয়েছিলেন রাজ-শুভশ্রী (Raj-Subhashree)।
বর্ষবরণ উদযাপন (Raj-Subhashree)
২০২৪-এর ৩৬৬ দিন অতিক্রান্ত। এবার নতুন বছরে পা। নতুন বছরের শুরু (Raj-Subhashree)। পুরোনো বছরের শেষ রাতে ফেস্টিভ মুডে আপামর জন সাধারণ। টলিউড থেকে বলিউড। সব তারকারাই উদযাপন করছেন বর্ষবরণের রাত (new years last night)। টলিউডের বহু চর্চিত জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। তারাও সামিল হয়েছিলেন বর্ষবরণের রাতে। বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিলেন শুভশ্রী (subhasree)।
শুভশ্রীর ফেসবুক পোস্ট (Raj-Subhashree)
সম্প্রতি নিউ ইয়ার সেলিব্রেশনের (new year celebration) একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন (social media post) অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ক্যাপশনে লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার (happy new year)। ভিডিয়োতে দেখা যাচ্ছে আকাশজুড়ে বিভিন্ন রংয়ের আতশবাজির ফোয়ারা। আলোর সমারোহে ও চুম্বন সহযোগে নতুন বছরকে স্বাগত জানালেন তারা। তাদের বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন রাজ-শুভশ্রীর অনুরাগীরাও। দু’জনেই কিন্তু সাদা রংয়ের পোশাক পড়েছিলেন। আলোর রোশনাইয়ে সেজে উঠেছিল চারিদিক।
আরও পড়ুন: Bonny-Sourav New Film: সাসপেন্স-থ্রিলারে মুখোমুখি বনি-সৌরভ, নতুন বছরে আসছে ‘ঝড়’
ঘনিষ্ঠ মুহূর্ত
২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর ছবি সন্তান (shontaan)। ছবির সাফল্য সঙ্গে নিয়ে বর্ষবরণ উদযাপনে পৌঁছে গিয়েছিলেন ফুকেটে। সঙ্গে ছিলেন আরও অনেকে। আলোর সমারোহে ও একে অপরকে জড়িয়ে ধরে নতুন বছরকে স্বাগত জানালেন রাজ-শুভশ্রী। সারা বিশ্ব যখন ২০২৫-কে স্বাগত জানাতে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে, ঠিক তখনই চুম্বনে ডুব দিয়েছিলেন রাজ-শুভশ্রী।
আরও পড়ুন: Aryan Khan: পার্টিতে বেসামাল আরিয়ান, আবারও কটাক্ষের মুখে শাহরুখ পুত্র
রাজ-শুভশ্রীর বিবাহ জীবন
২০১৮ সালের ১১ মে বাওয়ালি রাজবাড়িতে বিয়ে সারেন রাজ-শুভশ্রী। পরিচালক রাজ চক্রবর্তী (director raj chakrabarty) ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (actress subhosree ganguly) দাম্পত্য জীবনের ৬ বছর অতিক্রান্ত। দারুন চলছে তাদের সংসারও। শুভশ্রী গাঙ্গুলী একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি দুই সন্তাদের মাও বটে। রাজ-শুভশ্রীর কোল আলো করে এসেছে ইউভান ও ইয়ালিনী। সংসার সামলানোর পাশাপাশি অভিনয় জগতেও চুটিয়ে কাজ করে চলেছেন অভিনেত্রী।