Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth-Mithun) ও টলিউড বলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) একসঙ্গে কাজ করছেন ‘জেলর ২’ তে। এটি ‘জেলর ‘ ছবির সিক্যুয়েল। অর্থাৎ দুই জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতার কাজ দর্শক দেখতে চলেছেন। যদিও এর আগেও একই ছবিতে দুজনকে দেখা গিয়েছিল ।
শুটিং শুরু (Rajinikanth-Mithun)
২০২৩ সালে দারুণ সাফল্য পেয়েছিল ‘ জেলর ‘ (Rajinikanth-Mithun)। নেলসন দিলীপ কুমারের পরিচালনায় রজনীকান্তের সঙ্গে মিঠুন চক্রবর্তীকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ‘জেলার ২’ ছবিতে। ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। মিঠুন যোগ দিয়েছেন সেটে। শোনা গিয়েছে রজনীকান্তও চলতি সপ্তাহে যোগ দেবেন সেটে।
গুরুত্বপূর্ণ করে তোলা (Rajinikanth-Mithun)
২০২৩ সালে ‘জেলর ‘ (Rajinikanth-Mithun) মুক্তি পেয়েছিল , বিশ্বব্যাপী প্রায় ৬০০ কোটি আয় করেছিল ছবিটি , যা রজনীকান্তের ক্যারিয়ারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে ‘জেলর’ সিক্যুয়েলে মিঠুনের যোগদান ,ছবিকে আরও উল্লেখযোগ্য করে তুলবে। এমনটাই মনে করছেন অনেকে। সব ঠিকঠাক থাকলে, আগামী বছরে বড় পর্দায় দেখতে পাওয়া যেতে পারে এই ছবিকে। ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যাচ্ছে, ছবির শুটিং হবে চেন্নাই শহরের বিভিন্ন এলাকায়।
একসাথে দেখতে পাওয়া
রজনীকান্ত ও মিঠুন চক্রবর্তী ( Rajinikanth – Mithun Chakraborty) একসঙ্গে ফিরছেন প্রায় ৩০ বছর পর। আসলে এই দুই জনপ্রিয় অভিনেতা আগেও একসাথে অভিনয় করেছেন। মিঠুন ও রজনীকান্ত ‘ভ্রষ্টাচার ‘ (Bhrashtachar) ছবিতে অভিনয় করেছিলেন ,যেটি মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালে। আবার ১৯৯৭ সালে মিঠুন চক্রবর্তীর ‘ভাগ্য দেবতা ‘ ছবিতে রজনীকান্তকে দেখা গিয়েছিল ক্যামিও চরিত্রে। তাই বলা যায়, অনেক বছর পর আবারও তাঁদের একসাথে পর্দায় দেখতে পাবেন দর্শক।
আরও পড়ুন: Subhashree Ganguly: ধূমকেতু হিট হতেই বলিউডে শুভশ্রী, হাত ছাড়লেন টলিউডের?
বিরল পুনর্মিলন
সম্প্রতি রজনীকান্তের ছবি ‘ কুলি ‘ প্রায় ৪০০ কোটি টাকা উপার্জন করে ফেলেছে। আবার অন্যদিকে মিঠুন চক্রবর্তীর অভিনীত ‘ দ্য বেঙ্গল ফাইলস ‘ নিয়ে নানা রকম বিতর্ক চলছে। আর এরই মাঝে এই দুই জনপ্রিয় অভিনেতার নতুন ছবির কাজ সামনে এসেছে। এভাবে রজনীকান্ত ও মিঠুনের আবার একসঙ্গে কাজের খবরটি অত্যন্ত উল্লেখযোগ্য। দুজনের একটি বড় প্ল্যাটফর্মে একই সাথে ফিরে আসা সত্যি চোখে পড়ার মত। সবশেষে বলা যায়, ৩০ বছরের বিরতির পর দুই সুপারস্টার একই ফ্রেমে , এ যেন এক বিরল পুনর্মিলন।