ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের তরফে সামরিক জবাবের জোরালো সম্ভাবনার মাঝে (Rajnath Singh Meets Modi), সোমবার ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে দেখা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্রায় ৪০ মিনিটের এই বৈঠকে, রাজনাথ সিং প্রধানমন্ত্রীকে কাশ্মীর এবং পশ্চিম সীমান্তে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের বিষয়ে অবহিত করেন। পাশাপাশি পাকিস্তানকে কীভাবে জবাব দেওয়া হবে, সেই বিষয়ে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয় বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের বিরুদ্ধে কড়া মনোভাব (Rajnath Singh Meets Modi)
গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা হামলা চালিয়ে ২৬ জন সাধারণ পর্যটককে হত্যা করে (Rajnath Singh Meets Modi)। ভারত সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করেছে। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা “দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট” (TRF)-এর নাম ব্যবহার করে হামলার দায় স্বীকার করেছিল। পরে অবশ্য তারা সেই দাবি প্রত্যাহার করে। বিশ্লেষকদের মতে, ভারতের প্রত্যাঘাত এড়াতেই এই কৌশল নেওয়া হয়েছে। আর আগে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরে ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযান চালানো হয়েছিল।
জলের যুদ্ধের দিকে এগোচ্ছে ভারত? (Rajnath Singh Meets Modi)
পহেলগাঁও হামলার পর ভারতের নেওয়া পদক্ষেপগুলির মধ্যে ইন্দাস নদীর জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত সবচেয়ে আলোচিত হয়েছে (Rajnath Singh Meets Modi)। পাকিস্তান এটিকে সরাসরি “যুদ্ধের কাজ” বলে মন্তব্য করেছে। যদিও বর্তমানে ভারতের পক্ষে পাকিস্তানে যাওয়া জল সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব নয়, কারণ উপযুক্ত পরিকাঠামো নেই, তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতের হাতে এখন নদীর প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে।
দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মেধা বিস্ত জানান, “ভারত ইচ্ছে করলে পাকিস্তানে জল সংকট বা হালকা বন্যা সৃষ্টি করতে পারে। জলপ্রবাহ হঠাৎ কমানো বা বাড়ানো পাকিস্তানের কৃষি ও জলবিদ্যুৎ উৎপাদনে সমস্যা তৈরি করতে পারে।”
ভবিষ্যতের পরিকল্পনা
দীর্ঘমেয়াদে ভারত ইন্দাস নদী ব্যবস্থার জল ধরে রাখার জন্য বড় পরিকাঠামো গড়ে তুলতে চায়। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাটিল জানিয়েছেন, সরকার এমন পরিকল্পনা করছে যাতে ভবিষ্যতে “একফোঁটা জলও পাকিস্তানে না যায়।”
আরও পড়ুন: Omar Abdullah: পহেলগাঁও কাণ্ডে ব্যর্থতার দায় স্বীকার মুখ্যমন্ত্রীর, বিধানসভায় নিন্দাপ্রস্তাব পাস…
সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা মোদির
বিহারে এক জনসভায় ইংরেজিতে বক্তৃতা করে প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমি গোটা বিশ্বের উদ্দেশে বলছি—ভারত প্রত্যেক সন্ত্রাসবাদী, তাদের মদতদাতা এবং সাহায্যকারীদের খুঁজে বের করে সাজা দেবে। পৃথিবীর শেষ কোণায় গিয়েও তাদের ধরা হবে। সন্ত্রাসবাদ ভারতের মনোবল ভাঙতে পারবে না।”