ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের বৈঠক হয়েছে দিল্লিতে (Rajnath Singh Meets Tulsi Gabbard)। কী আলোচনা হয়েছে সেখানে? আসুন জেনে নেওয়া যাক।
ভারত-মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা আরও দৃঢ় হচ্ছে (Rajnath Singh Meets Tulsi Gabbard)
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ১৭ মার্চ, ২০২৫-এ নয়া দিল্লিতে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার (DNI) পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন (Rajnath Singh Meets Tulsi Gabbard)। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতির ভিত্তিতে এই আলোচনায় ভারত-মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার ক্রমবর্ধমান শক্তি পুনরায় নিশ্চিত করা হয়েছে।
কৌশলগত নিরাপত্তার গুরুত্ব (Rajnath Singh Meets Tulsi Gabbard)
উভয় নেতা কৌশলগত নিরাপত্তাকে ভারত-মার্কিন সামগ্রিক বিশ্বব্যাপী কৌশলগত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে চিহ্নিত করেছেন (Rajnath Singh Meets Tulsi Gabbard)। বৈঠকে সামরিক মহড়া, কৌশলগত সহযোগিতা, প্রতিরক্ষা শিল্প সরবরাহ শৃঙ্খল একীকরণ এবং তথ্য বিনিময় সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে মেরিটাইম সিকিউরিটি (সমুদ্র নিরাপত্তা)-এর ক্ষেত্রে উভয় দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: Fact Check: হোলি উদযাপনে পাথর ছোড়ায় মুসলিম যুবককে লাঠিপেটা করেছে গুজরাট পুলিশ?
প্রতিরক্ষা প্রযুক্তি ও উদ্ভাবনে সহযোগিতা
দুই নেতা উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে যৌথ সহযোগিতার সুযোগ খুঁজে দেখেন। তারা পারস্পরিক কৌশলগত স্বার্থ রক্ষার জন্য আধুনিক প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এছাড়া, প্রতিরক্ষা শিল্প সরবরাহ শৃঙ্খলকে আরও দৃঢ় করা এবং উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।
আরও পড়ুন: Fact Check: হোলির দিন কি উত্তর প্রদেশে জুম্মার নমাজে ‘নিষেধাজ্ঞা’ জারি করেছেন যোগী আদিত্যনাথ?
ভারতীয় সংস্কৃতির প্রতি তুলসী গাবার্ডের শ্রদ্ধা
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তুলসী গাবার্ডকে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি তার সুগভীর শ্রদ্ধার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ধরনের সৌহার্দ্যপূর্ণ মনোভাব ভারত ও অ্যামেরিকার বন্ধুত্ব আরও গভীর করতে সহায়ক হবে।