Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ শনিবার এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যা আন্তর্জাতিক কূটনীতি ও ভারতের স্বার্থকে কেন্দ্র করে (Rajnath Singh)। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না, কেবল স্বার্থই চিরস্থায়ী।” এ মন্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি জানিয়েছেন, ভারত কখনও জাতীয় স্বার্থের সঙ্গে আপস করবে না। এই বক্তব্য এসেছে এমন সময় যখন ভারতের ওপর আমেরিকার শুল্ক আরোপ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন বিশ্বজুড়ে আলোচিত।
মোদির চিন সফর ও কূটনৈতিক প্রেক্ষাপট (Rajnath Singh)
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান সফর শেষে চিনে পৌঁছেছেন(Rajnath Singh)। তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেবেন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই সফর এমন সময়ে হচ্ছে যখন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক শুল্ক-সংক্রান্ত দ্বন্দ্বের কারণে চাপের মুখে। মোদীর চিন সফরের মাধ্যমে ভারতের কৌশলগত সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন মাত্রা দেওয়ার আশা করা হচ্ছে।
আত্মনির্ভর প্রতিরক্ষা খাতের অগ্রগতি (Rajnath Singh)
রাজনাথ সিংহ এদিন ভারতকে আত্মনির্ভর প্রতিরক্ষা শক্তি হিসেবে তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, “দেশ এখন নিজেই যুদ্ধজাহাজ তৈরি করছে। নৌসেনা অন্য দেশ থেকে যুদ্ধজাহাজ কিনবে না। এখন দেশেই যুদ্ধজাহাজ তৈরি হচ্ছে।” এর মাধ্যমে বোঝা যায়, ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি নির্ভরতা কমিয়ে নিজের প্রযুক্তি ও উৎপাদনশক্তির উপর জোর দিচ্ছে।

আরও পড়ুন : Modi At SCO : মার্কিন চাপ অগ্রাহ্য করায় সফরের মুহূর্তে মোদির প্রশংসা চিনে!
আমেরিকার শুল্ক নীতি ও ভারতীয় প্রতিক্রিয়া (Rajnath Singh)
মার্কিন প্রশাসন ভারতের উপর প্রথমে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছিল(Rajnath Singh)। পরে যুক্তি দিচ্ছে যে, ভারত রাশিয়া থেকে ধারাবাহিক তেল আমদানি করছে। এর পরিপ্রেক্ষিতে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা ভারতের রফতানিতে মোট ৫০ শতাংশ শুল্ক তৈরি করেছে। নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, এই শুল্ক “অকারণ ও অযৌক্তিক” এবং অন্য দেশগুলোর তুলনায় কেবল ভারতকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ভারতের অবস্থান, জাতীয় স্বার্থের সঙ্গে আপস করা হবে না এবং আন্তর্জাতিক বাণিজ্যে ন্যায়পরায়ণতা বজায় রাখতে হবে।

আরও পড়ুন : Jagdeep Dhankhar : পেনশনের জন্য আবেদন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের! কত পাবেন পেনশন ?
ভারত-চিন সম্পর্কের নতুন ধারা (Rajnath Singh)
শুল্কের কারণে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের চাপ থাকা সত্ত্বেও ভারত এবং চিন নতুন সম্পর্ক গড়ে তোলার দিকে এগোচ্ছে(Rajnath Singh)। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চিনের আগ্রাসন রুখতে ভারতের বিশেষ কৌশলগত গুরুত্ব আছে। এই অবস্থার মধ্যে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সংযোগ আরও শক্তিশালী করার সম্ভাবনা রয়েছে।
রাজনাথ সিংহের মন্তব্য আন্তর্জাতিক কূটনীতির বাস্তবতাকে প্রতিফলিত করে। ভারত কারও সঙ্গে শত্রুতা চায় না, কিন্তু জাতীয় স্বার্থের সঙ্গে আপসও করবে না। শুল্ক-সংক্রান্ত দ্বন্দ্ব, আত্মনির্ভর প্রতিরক্ষা এবং মোদীর চিন সফর—all together ভারতের কৌশলগত অবস্থান ও পররাষ্ট্রনীতির দিকনির্দেশক। বর্তমান পরিস্থিতি প্রমাণ করে, ভারতের কূটনীতি এখন স্বার্থকেন্দ্রিক এবং আত্মনির্ভরতার ওপর জোর দিচ্ছে।